বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রতীক্ষা চলছে সিনেমাটির মুক্তি নিয়ে। এবার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। গত সোমবার সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে ট্রেইলার ও সিনেমা মুক্তির তারিখও। ২০০৭ সালের জনপ্রিয় বলিউড সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘সিতারে জমিন পার’। আগের বারের মতো এতে মূল চরিত্রে দেখা যাবে আমির খানকে। তার সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে ১০ জন নতুন মুখেরÑআরউশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ ও স্বামী চিন্ময়ানন্দ সরস্বতীর জীবনভিত্তিক সিনেমা ‘অন অ্যা কুয়েস্ট’ পরিচালনা করে প্রশংসিত হন। ‘সিতারে জমিন পার’ সিনেমার গানের সুর করেছেন শঙ্কর-এহসান-লয় এবং গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। প্রযোজনা করছেন আমির খান, অপরণা পুরোহিত এবং রবি ভাগচণ্ডকা। এদিকে পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটির একঝলক দেখার জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। নির্মাতারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ পাবে সিনেমার প্রথম অফিসিয়াল ট্রেলার। সবকিছু ঠিক থাকলে ভারত ও বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জুন, ২০২৫।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল
- আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৩:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৩:৫৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ