ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ আহত ২০ বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত-২ শিশু সৌরভ হত্যার দুসপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য গ্যাস সরবরাহে পিছিয়ে পড়ছে বাপেক্স রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের হাতিরঝিলে শিশু ধর্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য রিমান্ডে গোপালগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ আহত অর্ধশতাধিক গাজীপুরে কিশোর গ্যাং লিডারের গুলি ছোড়া নিয়ে এলাকায় আতঙ্ক ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই : এক আসামি কারাগারে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার দেশে বছরে পাটের উৎপাদন ১৫ লাখ টন বিপুল বিনিয়োগ সত্তেও কমেনি জ্বালানি খাতের ভর্তুকি পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা, বিক্ষোভের পর কারখানা বন্ধ ঘোষণা ডেঙ্গু রোগীর ভীড় হাসপাতালে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পোরশায় মাদকদ্রব্য বিরোধী সচেতনতামূলক সভা কটিয়াদীতে প্রতিপক্ষের জোরপূর্বকভাবে জায়গা দখলের অভিযোগ আমতলীতে পৌরসভায় ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে ১,২,৩ নং ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন আমতলীতে গোজখালী মাজার শরিফের পীরজাদা মরহুম মাওলানা শাহ্ ছলিমউদ্দীন আহম্মদ কাদরী এর ছোট ছেলে পীরজাদা জলিল কাদরী ইন্তেকাল করেছেন

পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:১৩:৫৮ অপরাহ্ন
পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রতীক্ষা চলছে সিনেমাটির মুক্তি নিয়ে। এবার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। গত সোমবার সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে ট্রেইলার ও সিনেমা মুক্তির তারিখও। ২০০৭ সালের জনপ্রিয় বলিউড সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘সিতারে জমিন পার’। আগের বারের মতো এতে মূল চরিত্রে দেখা যাবে আমির খানকে। তার সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে ১০ জন নতুন মুখেরÑআরউশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ ও স্বামী চিন্ময়ানন্দ সরস্বতীর জীবনভিত্তিক সিনেমা ‘অন অ্যা কুয়েস্ট’ পরিচালনা করে প্রশংসিত হন। ‘সিতারে জমিন পার’ সিনেমার গানের  সুর করেছেন শঙ্কর-এহসান-লয় এবং গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। প্রযোজনা করছেন আমির খান, অপরণা পুরোহিত এবং রবি ভাগচণ্ডকা। এদিকে পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটির একঝলক দেখার জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। নির্মাতারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ পাবে সিনেমার প্রথম অফিসিয়াল ট্রেলার। সবকিছু ঠিক থাকলে ভারত ও বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জুন, ২০২৫।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স