দৌলতখান (ভোলা) প্রতিনিধি
দৌলতখানে জমা জমির বিরোধের জেরে একটি পরিবারকে সাত দিন ধরে বাসায় অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষ। এমন নাটকীয় ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের পূর্ব পাশে দিঘীর পাড়ে। অবরুদ্ধ ওই পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আজম মেম্বারকে জানালেও কোন ফায়দা হয়নি। সরজমিন গিয়ে দেখা যায়, বাসায় প্রবেশের পথে দরজায় বাঁশের কঞ্চির বেড়া দিয়ে অবরুদ্ধ করে প্রতিপক্ষ শরীফ মিয়া। ভুক্তভোগী ৭৪ বছর বয়সী গোফরান পাটোয়ারী জানান, বর্তমানে তিনি স্ত্রী বিবি সায়েরা ও পুত্র রাসেলকে নিয়ে তিন সদস্যের পরিবারটি ওই বাসায় বসবাস করছেন।
প্রায় ৪৫ বছর আগে স্থানীয় আজাহার আলী মিয়ার থেকে ক্রয় করে আড়াই শতাংশ জমির দলিল নিয়ে বাড়ি করে পরিবার-পরিজন নিয়ে ওই বাসা বাড়িতে বসবাস করে আসছেন তিনি। গত ২৯ এপ্রিল আজহার আলী’র ভাতিজার ঘরের নাতি বাড়ির পেছনের মোহাম্মদ আলী মাস্টার বাড়ির শরীফ বিক্রয় করা ওই জমির সামনে তৎকালীন সময়ে রাস্তার পাশে থাকা ডোবা ৯৩ পয়েন্ট জমি বাবৎ আরো একলাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বেড়া দিয়ে বাড়ি যাওয়ার পথ বন্ধ করে দেয়। ফলে বৃদ্ধ গোফরান পাটোয়ারীর হাট বাজার ও মসজিদে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ঘরে অবরুদ্ধ হয়ে আছেন। বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা শরীফ মিয়াকে পাওয়া যায়নি। দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
