ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে হাটবাজারে বিক্রি করছে চোর চক্র। এমনি একটি ঘটনায় দিনে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী এলাকা থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে এসে শহরের বিপনীবাগ বাজারে বিক্রি করে দেয়। এ সময় বাজারের গোশত বিক্রেতা কালা বেপারী চুরি করে আনা গরুটি সোহাগ নামে এক চোরের কাছ থেকে ক্রয় করে। তরপুচন্ডী এলাকার মৃত ডেঙ্গু মিজির ছেলে মতিন মিজি তার গরুটি না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরে তিনি বিপনিবাগ বাজারে গরুর গোশত বিক্রেতা কালা বেপারির দোকানের সামনে এসে তার চুরি হওয়া গরুর কাটা মাথা দেখে শনাক্ত করে। গরুটি ক্রয় করার সময় দোকান মালিক কালা বেপারি তার মুঠোফোনে চোরের টাকা গোনার ভিডিও ধারণ করে রাখে। চোরাই গরু বিপনীবাগ বাজারে বিক্রি হওয়ার ঘটনা ফাঁস হবার পর চোর সোহাগ গা ঢাকা দেয়। এ সময় বিপনীবাগ বাজার ইজারা নেয়া কাইয়ুম খান চোর সোহাগকে ধরে এনে গরু বিক্রি টাকা উদ্ধার করে। চোরাই গরু মাংসের দোকানে বিক্রির ঘটনা এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি বেশ আলোচিত হয়েছে। অবশেষে সেই চোর সোহাগকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে পৌর বিপনিবাগ বাজার ইজারাদার কাইয়ুম খান। চোরের কাছ থেকে গরু বিক্রি টাকা উদ্ধার করে গরুর মালিকের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় গরুর মালিক মতিন মিজি জানায়, তরপুচন্ডী এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তার উপর ঘাস খাওয়ার জন্য গরুটি বেঁধে রাখা হয়।
কিন্তু চোর চক্র দিনে দুপুরে ভাসুর রেখে গরুটি চুরি করে নিয়ে আসে। রাস্তায় গরুটি দেখতে না পাওয়ায় আনন্দবাজার ওয়ারলেস বাজার সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর অবশেষে বিপিনিবাগ বাজারে এসে গরুর কাটা মাথা দেখে শনাক্ত করা হয়। এ সময় গরুটি ক্রয় করা গোস্ত ব্যবসায়ী কালা ব্যাপারী গা ঢাকা দেয়। বিপনিবাগ বাজারের ইজারাদার কাইয়ুম খান জানায়, গরুটি বাজারে বিক্রি করতে আসলে মুঠোফোনে তার টাকার গোনার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ছবি দেখে সোহাগকে বড় বিক্রি টাকাসহ ধরে নিয়ে আসা হয়। পরে পুলিশের কাছে চোর সোহাগকে তুলে দেয়া হয়েছে। এদিকে এর পূর্বেও বিপনিবাগ বাজারে চোরাই গরু বিক্রির সময় বেশ কয়েকবার পুলিশ প্রশাসন হাতেনাতে তাদেরকে ধরেছে। চাঁদপুরে গরু চুরি বন্ধের জন্য সঙ্ঘবদ্ধ চোর চক্রদের ধরে আইন অনুযায়ক ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ