ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি

চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে হাটবাজারে বিক্রি করছে চোর চক্র। এমনি একটি ঘটনায় দিনে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী এলাকা থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে এসে শহরের বিপনীবাগ বাজারে বিক্রি করে দেয়। এ সময় বাজারের গোশত বিক্রেতা কালা বেপারী চুরি করে আনা গরুটি সোহাগ নামে এক চোরের কাছ থেকে ক্রয় করে। তরপুচন্ডী এলাকার মৃত ডেঙ্গু মিজির ছেলে মতিন মিজি তার গরুটি না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরে তিনি বিপনিবাগ বাজারে গরুর গোশত বিক্রেতা কালা বেপারির দোকানের সামনে এসে তার চুরি হওয়া গরুর কাটা মাথা দেখে শনাক্ত করে। গরুটি ক্রয় করার সময় দোকান মালিক কালা বেপারি তার মুঠোফোনে চোরের টাকা গোনার ভিডিও ধারণ করে রাখে। চোরাই গরু বিপনীবাগ বাজারে বিক্রি হওয়ার ঘটনা ফাঁস হবার পর চোর সোহাগ গা ঢাকা দেয়। এ সময় বিপনীবাগ বাজার ইজারা নেয়া কাইয়ুম খান চোর সোহাগকে ধরে এনে গরু বিক্রি টাকা উদ্ধার করে। চোরাই গরু মাংসের দোকানে বিক্রির ঘটনা এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি বেশ আলোচিত হয়েছে। অবশেষে সেই চোর সোহাগকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে পৌর বিপনিবাগ বাজার ইজারাদার কাইয়ুম খান। চোরের কাছ থেকে গরু বিক্রি টাকা উদ্ধার করে গরুর মালিকের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় গরুর মালিক মতিন মিজি জানায়, তরপুচন্ডী এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তার উপর ঘাস খাওয়ার জন্য গরুটি বেঁধে রাখা হয়।
কিন্তু চোর চক্র দিনে দুপুরে ভাসুর রেখে গরুটি চুরি করে নিয়ে আসে। রাস্তায় গরুটি দেখতে না পাওয়ায় আনন্দবাজার ওয়ারলেস বাজার সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর অবশেষে বিপিনিবাগ বাজারে এসে গরুর কাটা মাথা দেখে শনাক্ত করা হয়। এ সময় গরুটি ক্রয় করা গোস্ত ব্যবসায়ী কালা ব্যাপারী গা ঢাকা দেয়। বিপনিবাগ বাজারের ইজারাদার কাইয়ুম খান জানায়, গরুটি বাজারে বিক্রি করতে আসলে মুঠোফোনে তার টাকার গোনার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ছবি দেখে সোহাগকে বড় বিক্রি টাকাসহ ধরে নিয়ে আসা হয়। পরে পুলিশের কাছে চোর সোহাগকে তুলে দেয়া হয়েছে। এদিকে এর পূর্বেও বিপনিবাগ বাজারে চোরাই গরু বিক্রির সময় বেশ কয়েকবার পুলিশ প্রশাসন হাতেনাতে তাদেরকে ধরেছে। চাঁদপুরে গরু চুরি বন্ধের জন্য সঙ্ঘবদ্ধ চোর চক্রদের ধরে আইন অনুযায়ক ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য