ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুই পুত্রবধূকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়ার-ডা. জাহিদ খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে-মির্জা ফখরুল লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া লাল গালিচায় যেসব নিয়ম মানতে হয় তারকাদের নিকের হাতে হাত রেখে রেড কার্পেটে হাটলেন প্রিয়াঙ্কা পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল আবেগে ভাসছে রোশন পরিবার মেট গালায় নতুন ইতিহাস লিখলেন শাহরুখ নতুন গান নিয়ে আসছেন নাহিদ হাসান আবারও পর্দায় ফিরলো সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার ধর্ষণের অভিযোগ উঠলো হিরো আলমের বিরুদ্ধে দৌলতখানে সাত দিন ধরে অবরুদ্ধ এক পরিবার পাহাড়ি টিলায় কলা চাষে ঝুঁকছেন চাকমারা ৫শ’ বছরের গাছ যারাই কাটতে এসেছে তারাই অসুস্থ হয়ে পড়ছে চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক কাহারোলে পাট ও পাট বীজ উৎপাদনের চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মেলান্দহে বিআর ২৮-২৯ ধানে ব্লাস্ট রোগ বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি হবিগঞ্জে গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে হাটবাজারে বিক্রি করছে চোর চক্র। এমনি একটি ঘটনায় দিনে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী এলাকা থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে এসে শহরের বিপনীবাগ বাজারে বিক্রি করে দেয়। এ সময় বাজারের গোশত বিক্রেতা কালা বেপারী চুরি করে আনা গরুটি সোহাগ নামে এক চোরের কাছ থেকে ক্রয় করে। তরপুচন্ডী এলাকার মৃত ডেঙ্গু মিজির ছেলে মতিন মিজি তার গরুটি না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরে তিনি বিপনিবাগ বাজারে গরুর গোশত বিক্রেতা কালা বেপারির দোকানের সামনে এসে তার চুরি হওয়া গরুর কাটা মাথা দেখে শনাক্ত করে। গরুটি ক্রয় করার সময় দোকান মালিক কালা বেপারি তার মুঠোফোনে চোরের টাকা গোনার ভিডিও ধারণ করে রাখে। চোরাই গরু বিপনীবাগ বাজারে বিক্রি হওয়ার ঘটনা ফাঁস হবার পর চোর সোহাগ গা ঢাকা দেয়। এ সময় বিপনীবাগ বাজার ইজারা নেয়া কাইয়ুম খান চোর সোহাগকে ধরে এনে গরু বিক্রি টাকা উদ্ধার করে। চোরাই গরু মাংসের দোকানে বিক্রির ঘটনা এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি বেশ আলোচিত হয়েছে। অবশেষে সেই চোর সোহাগকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে পৌর বিপনিবাগ বাজার ইজারাদার কাইয়ুম খান। চোরের কাছ থেকে গরু বিক্রি টাকা উদ্ধার করে গরুর মালিকের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় গরুর মালিক মতিন মিজি জানায়, তরপুচন্ডী এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তার উপর ঘাস খাওয়ার জন্য গরুটি বেঁধে রাখা হয়।
কিন্তু চোর চক্র দিনে দুপুরে ভাসুর রেখে গরুটি চুরি করে নিয়ে আসে। রাস্তায় গরুটি দেখতে না পাওয়ায় আনন্দবাজার ওয়ারলেস বাজার সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর অবশেষে বিপিনিবাগ বাজারে এসে গরুর কাটা মাথা দেখে শনাক্ত করা হয়। এ সময় গরুটি ক্রয় করা গোস্ত ব্যবসায়ী কালা ব্যাপারী গা ঢাকা দেয়। বিপনিবাগ বাজারের ইজারাদার কাইয়ুম খান জানায়, গরুটি বাজারে বিক্রি করতে আসলে মুঠোফোনে তার টাকার গোনার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ছবি দেখে সোহাগকে বড় বিক্রি টাকাসহ ধরে নিয়ে আসা হয়। পরে পুলিশের কাছে চোর সোহাগকে তুলে দেয়া হয়েছে। এদিকে এর পূর্বেও বিপনিবাগ বাজারে চোরাই গরু বিক্রির সময় বেশ কয়েকবার পুলিশ প্রশাসন হাতেনাতে তাদেরকে ধরেছে। চাঁদপুরে গরু চুরি বন্ধের জন্য সঙ্ঘবদ্ধ চোর চক্রদের ধরে আইন অনুযায়ক ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য