ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৪:২৩ অপরাহ্ন
চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে হাটবাজারে বিক্রি করছে চোর চক্র। এমনি একটি ঘটনায় দিনে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী এলাকা থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে এসে শহরের বিপনীবাগ বাজারে বিক্রি করে দেয়। এ সময় বাজারের গোশত বিক্রেতা কালা বেপারী চুরি করে আনা গরুটি সোহাগ নামে এক চোরের কাছ থেকে ক্রয় করে। তরপুচন্ডী এলাকার মৃত ডেঙ্গু মিজির ছেলে মতিন মিজি তার গরুটি না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরে তিনি বিপনিবাগ বাজারে গরুর গোশত বিক্রেতা কালা বেপারির দোকানের সামনে এসে তার চুরি হওয়া গরুর কাটা মাথা দেখে শনাক্ত করে। গরুটি ক্রয় করার সময় দোকান মালিক কালা বেপারি তার মুঠোফোনে চোরের টাকা গোনার ভিডিও ধারণ করে রাখে। চোরাই গরু বিপনীবাগ বাজারে বিক্রি হওয়ার ঘটনা ফাঁস হবার পর চোর সোহাগ গা ঢাকা দেয়। এ সময় বিপনীবাগ বাজার ইজারা নেয়া কাইয়ুম খান চোর সোহাগকে ধরে এনে গরু বিক্রি টাকা উদ্ধার করে। চোরাই গরু মাংসের দোকানে বিক্রির ঘটনা এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি বেশ আলোচিত হয়েছে। অবশেষে সেই চোর সোহাগকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে পৌর বিপনিবাগ বাজার ইজারাদার কাইয়ুম খান। চোরের কাছ থেকে গরু বিক্রি টাকা উদ্ধার করে গরুর মালিকের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় গরুর মালিক মতিন মিজি জানায়, তরপুচন্ডী এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তার উপর ঘাস খাওয়ার জন্য গরুটি বেঁধে রাখা হয়।
কিন্তু চোর চক্র দিনে দুপুরে ভাসুর রেখে গরুটি চুরি করে নিয়ে আসে। রাস্তায় গরুটি দেখতে না পাওয়ায় আনন্দবাজার ওয়ারলেস বাজার সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর অবশেষে বিপিনিবাগ বাজারে এসে গরুর কাটা মাথা দেখে শনাক্ত করা হয়। এ সময় গরুটি ক্রয় করা গোস্ত ব্যবসায়ী কালা ব্যাপারী গা ঢাকা দেয়। বিপনিবাগ বাজারের ইজারাদার কাইয়ুম খান জানায়, গরুটি বাজারে বিক্রি করতে আসলে মুঠোফোনে তার টাকার গোনার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ছবি দেখে সোহাগকে বড় বিক্রি টাকাসহ ধরে নিয়ে আসা হয়। পরে পুলিশের কাছে চোর সোহাগকে তুলে দেয়া হয়েছে। এদিকে এর পূর্বেও বিপনিবাগ বাজারে চোরাই গরু বিক্রির সময় বেশ কয়েকবার পুলিশ প্রশাসন হাতেনাতে তাদেরকে ধরেছে। চাঁদপুরে গরু চুরি বন্ধের জন্য সঙ্ঘবদ্ধ চোর চক্রদের ধরে আইন অনুযায়ক ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য