ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচির মাধ্যমে নজীর সৃষ্টি করবে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক-ফখরুল ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান এনবিআরে কাজ শুরু পুরোদমে স্বাভাবিক দফতরের কার্যক্রম বহুজাতিকের শেয়ারও ছাড়ছে বিদেশিরা আজ বিএনপির কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে আশা রিজভীর এনসিপি সততা ও আর্থিক স্বচ্ছতার প্রমাণ দিতে ব্যর্থ-আপ বাংলাদেশ

হবিগঞ্জে গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৫৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৫৪:১৫ অপরাহ্ন
হবিগঞ্জে গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গরু ধানের খড় খেয়ে ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে দুইপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার উত্তরসাঙ্গর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, গ্রামের নুরুল হুদা ও আলাউদ্দিন পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। গতকাল সোমবার সকালে আলাউদ্দিন পক্ষের এক ব্যক্তির দুটি গরু নুরুল হুদা পক্ষের একজনের ধানের কিছু খড় খেয়ে ফেললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সকাল সাড়ে ১০টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড়টা পর্যন্ত সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। তিনি আরও জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে টেঁটাবিদ্ধ সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরসাঙ্গর গ্রামের বাসিন্দা ও মন্দরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোছা. নাইজু আক্তার বলেন, আমরা দুইপক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। থানায় খবর দেওয়া হলেও প্রত্যন্ত এলাকা বিধায় পুলিশ আসতে বেশি সময় লেগেছে। পরে টিয়ারশেল নিক্ষেপ করলে দুইপক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য