
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মাছের আড়তে লুট


বরিশাল প্রতিনিধি
দাবিকৃত চাঁদার ১০ লাখ টাকা না পেয়ে স্থানীয় চিহ্নিত কতিপয় ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে মাছের আড়তে হামলা চালিয়ে দায়িত্বপ্রাপ্তদের মারধর করে নগদ অর্থ লুটপাট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলামোটর সংলগ্ন মেঘনা নদীর তীরে অবস্থিত জসিম সরদারের মাছের আড়তে।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৎস্য ব্যবসায়ী জসিম সরদার অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে। গত শনিবার সকালে ওই প্রভাবশালীরা তার মাছের আড়তে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মাছের আড়তে দায়িত্বপ্রাপ্ত সরকার (ক্যাশিয়ার) আল-আমিন সরদার, স্টাফ জাহিদ হোসেনকে প্রকাশ্যে মারধর করে ক্যাশ বাক্স থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলায় আহত আল-আমিন সরদার জানান, হামলাকারীরা ৯-১০ জন ছিল। তাদের মধ্যে হরিনাথপুরের হানিফ হাওলাদার, জাহাঙ্গীর সরদার, বিল্লাল বাঘা, কবির হাওলাদার, আলামিন আকন, তাওহীদ সরদার, জাহিদ সরদার ও সম্রাট মোল্লার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ