ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুই পুত্রবধূকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়ার-ডা. জাহিদ খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে-মির্জা ফখরুল লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া লাল গালিচায় যেসব নিয়ম মানতে হয় তারকাদের নিকের হাতে হাত রেখে রেড কার্পেটে হাটলেন প্রিয়াঙ্কা পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল আবেগে ভাসছে রোশন পরিবার মেট গালায় নতুন ইতিহাস লিখলেন শাহরুখ নতুন গান নিয়ে আসছেন নাহিদ হাসান আবারও পর্দায় ফিরলো সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার ধর্ষণের অভিযোগ উঠলো হিরো আলমের বিরুদ্ধে দৌলতখানে সাত দিন ধরে অবরুদ্ধ এক পরিবার পাহাড়ি টিলায় কলা চাষে ঝুঁকছেন চাকমারা ৫শ’ বছরের গাছ যারাই কাটতে এসেছে তারাই অসুস্থ হয়ে পড়ছে চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক কাহারোলে পাট ও পাট বীজ উৎপাদনের চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মেলান্দহে বিআর ২৮-২৯ ধানে ব্লাস্ট রোগ বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি হবিগঞ্জে গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

চাঁদপুরে মামলার জট কমাচ্ছে লিগ্যাল এইড প্যানেলের ২৮ আইনজীবী

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৩৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৩৯:২৩ অপরাহ্ন
চাঁদপুরে মামলার জট কমাচ্ছে লিগ্যাল এইড প্যানেলের ২৮ আইনজীবী
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে সরকারি খরছে মামলার জট কমাচ্ছে ২৮ জন জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী। তারা লিগ্যাল এইড অফিসে মামলা পরিচালনা, সাহায্য, খরচ প্রদান ও আপোষ মিমাংসার পাশাপাশি সব ধরনের আইনি পরামর্শও প্রদান করছেন। আর এর সুফল ভোগী হিসেবে এগিয়ে নারীরা। সম্প্রতি জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ এর বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জেলার লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ সারোয়ার জাহান। তিনি জানান, অনেক সময় আদালতে মামলা বছরের পর বছর চলে যায় সমাধান আসেনা। কিন্তু লিগ্যাল এইডের মাধ্যমে অনেক দ্রুত সমঝোতার মাধ্যমে মামলার সমস্যার সমাধান করা হয়। গত ২০২৪ এর এক বছরে, চাঁদপুরে লিগ্যাল এইডে জমি-সংক্রান্ত ১৭৮ টি দেওয়ানি মামলা, ৩১৮টি ফৌজদারী, ২৯০টি পারিবারিকসহ মোট ৭৮৬টি মামলার কাজ করা হয়েছে। এরমধ্যে ৬৮৯টি মামলা দায়ের হয়। যারমধ্যে ৩২০ জন পুরুষ ও ৩৬৯ জন নারী মামলাগুলো করেন। যেখানে ৫৭২টি মামলা চলমান রয়েছে এবং ১১৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। তিনি আরও জানান, আমরা প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সেবাপ্রার্থীদের সমস্যাগত তথ্য শুনছি ও তাদের আইনী পরামর্শ দিচ্ছি। স্পষ্ট জানাতে চাই, যেকোন মামলায় ভোগান্তি লাভে লিগ্যাল এইড অফিসে চলে আসুন নির্ভয়ে। আনন্দের সাথে বলছি, আমাদের বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গেলো বছরে ৪৭৩টি এডিআরের মধ্যে ৩৬৭টি বিফল হলেও ৯৫টি সফল হয়েছে। আরও ১১টি এডিআর চলমান রয়েছে। এগুলোর মধ্যে ২৫৯ জন নারী ও ২১৪ জন পুরুষ রয়েছে। যাদেরকে মোট ৮০ লাখ ৮৩ হাজার ২শ’ টাকা আদায় করে দেয়া হয়েছে। মূলত এসব সুফলভোগে আমাদের এ জেলায় ৮৯টি ইউনিয়নে গঠিত ইউনিয়ন লিগ্যাল কমিটি কাজ করছে। যাদেরকে নিয়ে জনদৌড়গোরায় আমাদের এ সংক্রান্ত আইনী সেবা পৌছে দিতে ও মামলা সংক্রান্তে সচেতন করতে মতবিনিময়, সভা ও সেমিনারসহ কর্মশালা করা হচ্ছে। তিনি আরও জানান, চলতি ২০২৫-এ এপ্রিল পর্যন্ত সময়ে ১৮৯টি আইনি পরামর্শ দেয়া হয়েছে। এগুলো থেকে ৪০টি মামলা দায়ের করা হয় এবং ৬৮টি মামলা নিষ্পত্তি করা হয়। এডিআর দায়ের হয় ১৩৯টি। তারমধ্যে সফল ৩৪টি ও বিফল ১১৪টিতে ২৪ লাখ ৩৩ হাজার টাকা আদায় করা সম্ভব হয়েছে। এদিকে ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্য সামনে রেখে সকালে ‘জাতীয় আইনগত সতায়তা দিবস-২০২৫’ পালন করা হয়েছে। এতে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র?্যালির উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। র?্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার বলেন, দরিদ্র মানুষদের আইনি সহায়তায় আদালতে মামলা করা থেকে শুরু করে মামলা পরিচালনাসহ যাবতীয় কাজে অসমর্থন ব্যক্তিরা লিগ্যাল এইড কমিটির সহায়তা নিয়ে সেটা করতে পারছেন। সরকারী এই উদ্যোগের ফলে সুফল পাচ্ছেন অসহায় পরিবারের মানুষজন। বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য আমাদের কাজ চলছে। জমি সংক্রান্ত সমস্যাগুলি প্রধান ফোকাসে রয়েছে যেহেতু এসব বিরোধ বেশি উঠে আসে। তিনি আরও বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে অনেক অসহায় মানুষ তাদের মামলা নিষ্পত্তি করে দ্রুত সঠিক অধিকার পেয়ে যাচ্ছেন। চাঁদপুরে জেলা লিগ্যাল এইড অফিসে এখন ২৮ জন আইনজীবী আছেন। যারা সরকারি খরচে এখানকার মামলার দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স