ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুই পুত্রবধূকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়ার-ডা. জাহিদ খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে-মির্জা ফখরুল লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া লাল গালিচায় যেসব নিয়ম মানতে হয় তারকাদের নিকের হাতে হাত রেখে রেড কার্পেটে হাটলেন প্রিয়াঙ্কা পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল আবেগে ভাসছে রোশন পরিবার মেট গালায় নতুন ইতিহাস লিখলেন শাহরুখ নতুন গান নিয়ে আসছেন নাহিদ হাসান আবারও পর্দায় ফিরলো সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার ধর্ষণের অভিযোগ উঠলো হিরো আলমের বিরুদ্ধে দৌলতখানে সাত দিন ধরে অবরুদ্ধ এক পরিবার পাহাড়ি টিলায় কলা চাষে ঝুঁকছেন চাকমারা ৫শ’ বছরের গাছ যারাই কাটতে এসেছে তারাই অসুস্থ হয়ে পড়ছে চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক কাহারোলে পাট ও পাট বীজ উৎপাদনের চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মেলান্দহে বিআর ২৮-২৯ ধানে ব্লাস্ট রোগ বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি হবিগঞ্জে গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সবারই মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৩১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:৩১:৩৭ অপরাহ্ন
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সবারই মৃত্যু
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের সবাই মারা গেছেন। সর্বশেষ গত রোববার রাত ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন, তানজিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই দুর্ঘটনায় দগ্ধ পাঁচ জনের সবাই মারা গেছেন। গত ২৭ এপ্রিল রাতে মোগরখাল এলাকার একটি বাসার রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ জনকেই রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারা সবাই একই পরিবারের সদস্য। দগ্ধদের মধ্যে ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫), পারভিন আক্তারের ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০), তার মেয়ে তানজিলা (১০)। এছাড়া তাসলিমা ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালে ভর্তির পরদিন ২৮ এপ্রিল মারা যান সিমা আক্তার। ২৯ এপ্রিল মারা যান তাসলিমা, ৩ মে সকালে শিশু আয়ান। তার একদিন পর মা পারভিন আক্তার মারা যান। সর্বশেষ ৪ মে রাতে মারা গেলো শিশু তানজিলা। নিহত পারভিনের স্বামী মাজহারুল ইসলাম জানান, তারা ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। পরে বিস্ফোরণের পর প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবাই দগ্ধ হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য