ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মহাসড়কে থামছে না ডাকাতি-ছিনতাই আন্দোলনে বিপর্যস্ত রাজধানী দ্বিধান্বিত পুলিশ রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ শঙ্কা কাটিয়ে আজ দেশে ফিরছেন খালেদা জিয়া জিআই স্বীকৃতি পেল দিনাজপুরের বেদানা লিচু হাজার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স নেই মাঠে না গিয়েই চ্যাম্পিয়ন বায়ার্ন লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন আরনল্ড এমবাপের জোড়া গোলে জয় পেলো রিয়াল এখনই আইপিএল থেকে অবসর নিতে চান না রাসেল প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব কিংস ব্যাটসম্যানের পকেটে থেকে পড়ল স্মার্টফোন! রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর বাংলাদেশ ‘এ’র সামনে দাঁড়াতে পারলোনা নিউজিল্যান্ড ‘এ’ সাংবাদিকের সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের রাজনীতিকরণের কারণে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছেন-তথ্য উপদেষ্টা সুবিধা নেয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন ১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা চালুর বিষয়ে অগ্রগতি রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি-ড. খলিলুর রহমান

প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব কিংস

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৩৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৩৪:১৩ অপরাহ্ন
প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব কিংস
ধর্মশালার হিমালয় ঘেরা মাঠে পাঞ্জাব কিংস ও লক্ষেèৗ সুপার জায়ান্টসের মুখোমুখি লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না। পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে লক্ষেèৗর টপ অর্ডার ভেঙে পড়ে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান তোলে। প্রভসিমরন সিং ৪৮ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৫ বলে ৪৫ রান করেন। জশ ইংলিস ১৪ বলে ৩০ রান করে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন। রান তাড়া করতে নামা লক্ষেèৗর ইনিংসের তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দেওয়া হয়। তিনি প্রথমে মিচেল মার্শকে শূন্যরানে নেহাল ওয়াদেরার হাতে ক্যাচ বানিয়ে ফেরান। এরপর একই ওভারে এইডেন মার্করামকে বোল্ড করে দেন। পরবর্তীতে নিকোলাস পুরানকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। এই তিনটি উইকেট পাওয়ার মাধ্যমে আর্শদীপ লক্ষেèৗর টপ অর্ডারকে ধসিয়ে দেন। ৫ উইকেটে ৭৩ রান হারিয়ে বিপদে পড়া লক্ষেèৗকে টেনে তোলার চেষ্টা করেন আয়ুশ বাদোনি ও আব্দুল সামাদ। তারা ৮১ রানের জুটি গড়েন। সামাদ ২৪ বলে ৪৫ রান করে আউট হন। বাদোনি ৪০ বলে ৭৪ রানের সাহসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চার। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও লক্ষেèৗ ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রানেই থেমে যায়। পাঞ্জাব কিংস ৩৭ রানে জয় লাভ করে। এই জয়ে তারা ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে। অন্যদিকে, লক্ষেèৗ সুপার জায়ান্টস ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে। ম্যাচের সেরা খেলোয়াড় হন প্রভসিমরন সিং (৯১ রান)।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স