ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মহাসড়কে থামছে না ডাকাতি-ছিনতাই আন্দোলনে বিপর্যস্ত রাজধানী দ্বিধান্বিত পুলিশ রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ শঙ্কা কাটিয়ে আজ দেশে ফিরছেন খালেদা জিয়া জিআই স্বীকৃতি পেল দিনাজপুরের বেদানা লিচু হাজার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স নেই মাঠে না গিয়েই চ্যাম্পিয়ন বায়ার্ন লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন আরনল্ড এমবাপের জোড়া গোলে জয় পেলো রিয়াল এখনই আইপিএল থেকে অবসর নিতে চান না রাসেল প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব কিংস ব্যাটসম্যানের পকেটে থেকে পড়ল স্মার্টফোন! রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর বাংলাদেশ ‘এ’র সামনে দাঁড়াতে পারলোনা নিউজিল্যান্ড ‘এ’ সাংবাদিকের সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের রাজনীতিকরণের কারণে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছেন-তথ্য উপদেষ্টা সুবিধা নেয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন ১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা চালুর বিষয়ে অগ্রগতি রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি-ড. খলিলুর রহমান

রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৩৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৩৩:২২ অপরাহ্ন
রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেছেন রিশাদ হোসেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড করেছেন তিনি। গত রোববার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে রিশাদের দল লাহোর কালান্দার্স। এই ম্যাচেই দুর্দান্ত রেকর্ডটি নিজের নামের পাশে লিখে নেন রিশাদ। এ ম্যাচের আগে বাংলাদেশিদের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চউইকেটশিকারী ছিলেন মাহমুদউল্লাহ, সাকিব ও রিশাদ। সবারই তখন উইকেট ছিল সমান ৮টি। কিন্তু রোববার ১ উইকেট শিকার করে রিশাদের ঝুলিতে জমা পড়েছে মোট ৯ উইকেট। রিশাদ ৯ উইকেট শিকার করেছেন মাত্র ৫ ম্যাচে। অন্যদিকে ৮ উইকেট শিকার করতে মাহমুদউল্লাহর ৯ আর সাকিবের লেগেছিল ১৪ ম্যাচ। তবে রিশাদের রেকর্ড গড়ার দিনে লড়াকু পুঁজি নিয়েও হেরেছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে খেলা নামিয়ে আনা হয়েছিল ১৫ ওভারে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে করাচি। এই ম্যাচে রিশাদ আউট করেন মারকুটে জেমস ভিন্সকে। তাকে সিকান্দার রাজার হাতের ক্যাচ বানান টাইগার লেগস্পিনার। রিশাদদের দলের হয়ে ফখর জামান ৫১ (৩৩ বলে), মোহাম্মদ নাইম ৬৫ (২৯ বলে) ও আব্দুল্লাহ শফিক ১৮ রান করেন। বাকিদের কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। আর করাচির হয়ে ডেভিড ওয়ার্নার (১৩ বলে ২৪), টিম সেইফার্ট (১০ বলে ২৪), জেমস ভিন্স (১২ বলে ১৩) ,সাদ বাইগ (১৫ বলে ২৫) রান করে জয়ের পথে দলকে এগিয়ে দেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন ইরফান খান (২১ বলে ৪৮)।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স