ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৩৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৩৩:২২ অপরাহ্ন
রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেছেন রিশাদ হোসেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড করেছেন তিনি। গত রোববার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে রিশাদের দল লাহোর কালান্দার্স। এই ম্যাচেই দুর্দান্ত রেকর্ডটি নিজের নামের পাশে লিখে নেন রিশাদ। এ ম্যাচের আগে বাংলাদেশিদের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চউইকেটশিকারী ছিলেন মাহমুদউল্লাহ, সাকিব ও রিশাদ। সবারই তখন উইকেট ছিল সমান ৮টি। কিন্তু রোববার ১ উইকেট শিকার করে রিশাদের ঝুলিতে জমা পড়েছে মোট ৯ উইকেট। রিশাদ ৯ উইকেট শিকার করেছেন মাত্র ৫ ম্যাচে। অন্যদিকে ৮ উইকেট শিকার করতে মাহমুদউল্লাহর ৯ আর সাকিবের লেগেছিল ১৪ ম্যাচ। তবে রিশাদের রেকর্ড গড়ার দিনে লড়াকু পুঁজি নিয়েও হেরেছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে খেলা নামিয়ে আনা হয়েছিল ১৫ ওভারে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে করাচি। এই ম্যাচে রিশাদ আউট করেন মারকুটে জেমস ভিন্সকে। তাকে সিকান্দার রাজার হাতের ক্যাচ বানান টাইগার লেগস্পিনার। রিশাদদের দলের হয়ে ফখর জামান ৫১ (৩৩ বলে), মোহাম্মদ নাইম ৬৫ (২৯ বলে) ও আব্দুল্লাহ শফিক ১৮ রান করেন। বাকিদের কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। আর করাচির হয়ে ডেভিড ওয়ার্নার (১৩ বলে ২৪), টিম সেইফার্ট (১০ বলে ২৪), জেমস ভিন্স (১২ বলে ১৩) ,সাদ বাইগ (১৫ বলে ২৫) রান করে জয়ের পথে দলকে এগিয়ে দেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন ইরফান খান (২১ বলে ৪৮)।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স