ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল

মালয়েশিয়ায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন তিন সংস্থার উদ্বেগ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০২:১৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০২:১৮:১০ অপরাহ্ন
মালয়েশিয়ায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন তিন সংস্থার উদ্বেগ মালয়েশিয়ায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন তিন সংস্থার উদ্বেগ
আন্তর্জাতিক অভিবাসনসহ তিনটি আন্তর্জাতিক সংস্থা মালয়েশিয়াতে অবস্থানরত শ্রমিকদের মানবেতর জীবনযাপন নিয়ে উদ্বেগ জানিয়েছেযদিও কূটনীতিকরা মনে করেন বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ নিয়ে চাপ তৈরি করার একটি কৌশল এটিআর খাত সংশ্লিষ্টরা বলছেন, দূতাবাসে অভিযোগ করেছেন এমন পাঁচ হাজার কর্মীরই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছেদীর্ঘসময় প্রায় একমাস কর্মহীন তারাপ্রতিদিনই বাড়ছে খাবার সঙ্কটসেই সঙ্গে এক রুমে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেনএম ফাইভ ইন্টারন্যাশনালের মাধ্যমে যাওয়া এই কর্মীদের কারো কাছেই নেই তাদের পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজএমনকি দূতাবাসের সাথে যোগাযোগের সুযোগও তারা পান নাএমনই বেশকিছু অভিবাসীর মোবাইল ভিডিও এসে পৌঁছেছে গণমাধ্যমের কাছেআর তখনই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আন্তর্জাতিক শ্রমসংস্থা এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এক বিবৃতি দিয়ে বলছে তারা উদ্বিগ্নকারণ এই মুহূর্তে তাদের সহায়তা প্রয়োজনএর আগেও বাংলাদেশি কর্মীদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টসবাজার সংশ্লিষ্টরা বলছেন, এ পর্যন্ত পাঁচ হাজার কর্মহীন বাংলাদেশি হাইকমিশনে তাদের দুর্দশার কথা জানিয়েছে বায়রার সাবেক সভাপতি রুহুল আমিন স্বপন বলেন, পাঁচ হাজার একশজনের একটি তালিকা তারা দিয়েছেআমরা এ পর্যন্ত চারটা কোম্পানিতে খোঁজ নিয়েছি, তারা একজনও কর্মহীন ননতারপরও আমি ব্যক্তিগতভাবে হাইকমিশনের কাছে নাম চেয়েছিপরে মন্ত্রণালয়ের কাছ থেকে শুধু কোম্পানির নাম পেয়েছিএকটি লোকও পাইনি যারা কর্মহীন রয়েছেতিনি আরও বলেন, যদি কেউ কর্মহীন থাকেন তাহলে যেন দূতাবাসকে বা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে জানায়তবে বিষয়টিকে পুরোপুরি আন্তর্জাতিক রাজনীতি বলে মনে করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, রাজনৈতিক কারণে উনারা মানবাধিকারের কথা বলেনএই মুহূর্তে যারা যুক্তরাজ্যে যাচ্ছে আশ্রয়ের জন্য তাদের জাহাজ ভর্তি করে রুয়ান্ডায় পাঠিয়ে দিচ্ছেএটা কী মানবাধিকার লঙ্ঘন না? তিনি আরও বলেন, মানবাধিকারের অনেক সবক দিচ্ছে, কিন্তু গাজায় কী হচ্ছে? আমার মনে হয় সবই রাজনীতিবাংলাদেশকে চাপে রাখার জন্যএ পর্যন্ত আড়াই লাখের বেশি বাংলাদেশি নতুন কলিং ভিসায় মালয়েশিয়া গেছেনযা আগামী ৩১ মে বন্ধ হয়ে যাবে। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স