ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৬:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৬:৩৪:৩৯ অপরাহ্ন
১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক
বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারিত্বে দেড় কোটি ডলার চীনা বিনিয়োগ (বাংলাদেশি ১৮০ কোটি টাকা) পেল রংপুরের গঙ্গাচড়ার স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা এবং ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন। ইভি, অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে এ বিনিয়োগ পাচ্ছে লজিস্টিক প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী এই প্রতিষ্ঠান।
এ বিনিয়োগ দিয়ে দেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় স্টেডফাস্ট। সে লক্ষে গত ১ মে চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে চীনা প্রযুক্তি কোম্পানি এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড এবং বাংলাদেশের ফাস্টপাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারিত্ব চুক্তি হয়। ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং চুক্তিতে সই করেন।
এসময় স্টেডফাস্ট কুরিয়ারের পরিচালক অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব ও এনইউসিএলের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির অধীনে বাংলাদেশে একটি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তুলে এক্সটেন্ডেড রেঞ্জ ইলেক্ট্রিক ভেহিকেল (ইআরইভি) এবং প্লাগইন হাইব্রিড ইলেক্ট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তিতে এনইউসিএলের কার ক্লাউড নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে। জীবাশ্ম জ্বালানিনির্ভরতা এবং কার্বন নির্গমন কমাতে এ যৌথ অংশীদারত্বকে মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রবৃদ্ধির সঙ্গে অত্যাধুনিক চীনা প্রযুক্তি একীভূত করে এবং স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠিত অবকাঠামো ব্যবহার করে এ যৌথ উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানিতে গতিশীলতা আনবে।
ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ও লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। আর নতুন বিনিয়োগে ও যৌথ অংশীদারিত্বে এবার বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবো। এ জন্য দেশের ইকোনমিক জোনগুলোর মধ্য থেকে স্থান নির্বাচন করা হবে। যাতে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
প্রসঙ্গত, পিছিয়ে পড়া রংপুরের গঙ্গাচড়া থেকে উঠে এসেছেন তরুণ উদ্যোক্তা কেএম রিদওয়ানুল বারী জিয়ন। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন তিনি। যার প্রতিফলন ঘটিয়েছেন তার প্রতিষ্ঠিত স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে। এবারে জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক প্রতিষ্ঠানটি চীনা বিনিয়োগ পাওয়ায় গঙ্গাচড়াসহ রংপুরে আনন্দের ঝড় বইছে। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স