
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা নাঙ্গলকোট বাইপাস সড়কের গোত্রশাল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। নাঙ্গলকোট থানার সহকারী স্টেশন মস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় ছেলেটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। ছাদ বা বগির দরজার সামনে থেকে পড়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স ১২ থেকে ১৪ হবে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ওই ছেলের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাকসাম জি আর পি থানা ওসি এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ