ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১১:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১১:৩১:২১ পূর্বাহ্ন
গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ২
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও মো. শাহাদাৎ-উন-নূর (৩৬)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল রোববার রাত সোয়া ১টার দিকে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী ভিাগের ডেমরা জোনাল টিম। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি-ওয়ারী বিভাগের সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের গলির মুখে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতার ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। ডাকাত চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স