ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নানামুখী ষড়যন্ত্রের শিকার শিক্ষক মোস্তফা কামাল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আইনজীবীকে মারধরের অভিযোগ কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ২ সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামত গুরুত্ব দিতে হবেÑ পরিবেশ উপদেষ্টা বিএনপি মহাসচিবের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ মামলা জটে শ্রম আদালত ডুলাহাজারা সাফারি পার্কে বাঘ-সিংহের খাদ্য বাসি গরুর মাংস সরবরাহ লালমনিরহাটে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু বিরলে সর্প দংশনে ২ জনের মৃত্যু নওগাঁয় গৃহকর্মী থেকে সফল হাঁসচাষি খাতিজা সাঘাটায় বাঙালি নদীতে বালু উত্তোলন হুমকিতে ব্রিজ ও ফসলি জমি শেরপুরে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা বাবুগঞ্জে বাঁধ নির্মাণ সংরক্ষণের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন জমা পড়েছে দায়সারা প্রতিবেদন তিন লাশের পরিচয় মেলেনি ডেঙ্গুতে মৃত্যু নেই হাসপাতালে ৪৩ রোগী আসন্ন বর্ষায় এবারও ঢাকা ডুবে যাওয়ার শঙ্কা এবার পাল্লা ভারী করার মিশনে বিএনপি

গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১১:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১১:৩১:২১ পূর্বাহ্ন
গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ২
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও মো. শাহাদাৎ-উন-নূর (৩৬)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল রোববার রাত সোয়া ১টার দিকে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী ভিাগের ডেমরা জোনাল টিম। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি-ওয়ারী বিভাগের সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের গলির মুখে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতার ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। ডাকাত চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স