ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের মাদরাসায় ইংরেজি চর্চা করা উচিত : ধর্ম উপদেষ্টা বছরের পর বছর অপেক্ষা মিলছে না ড্রাইভিং লাইসেন্স মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী কাং সিও হা

বাবুগঞ্জে বাঁধ নির্মাণ সংরক্ষণের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৯:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৯:৪০:২৩ অপরাহ্ন
বাবুগঞ্জে বাঁধ নির্মাণ সংরক্ষণের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
বরিশাল প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়নের সন্ধ্যা নদীর বাহেরচর বাজারের পশ্চিম পার্শ্ব থেকে আফসার ঢালীর বাড়ি থেকে মৃধা বাড়ি পর্যন্ত নদীর তীরবর্তী বাধ নির্মাণ সংরক্ষণের জন্য জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলার বাহেরচর ঘোষকাঠী নদী ভাঙন কবলিত এলাকার ভুক্তভোগীদের আয়োজনে আয়োজিত আলোচনা সভা শেষে জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়।
জানা গেছে, প্রায় ৬৮ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায়  একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু চলমান এই প্রকল্পটিকে অন্য স্থানে স্থানান্তর করার অপচেষ্টা ও ভিন্ন খাতে প্রভাবিত করার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় ভুক্তভোগীরা। এ সময় তারা বলেন, স্থানীয় একটি কুচক্রীমহল নদী ভাঙ্গন রোধের কাজে বাধা প্রদান করে ঠিকাদারের কাছে কিছু অর্থ দাবি করছে, অর্থ না দেয়ার কারণে ঠিকাদারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে ওই মহলটি।এ সময় এলাকাবাসীরা এক হয়ে এ সকল  অপপ্রচার ও কুচক্রীমহলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
এলাকাবাসীরা বলেন, পানি উন্নয়নের বোর্ডের কর্তৃপক্ষ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে যেই জায়গা থেকে কাজ শুরু করার কথা বলেছেন সেই জায়গা থেকেই ঠিকাদার কাজ শুরু করেছেন এবং অতি গুরুত্বপূর্ণ এলাকা থেকেই নদী ভাঙলে কাজ শুরু হয়।
কিন্তু এলাকার কিছু কু-চক্রী মহল উন্নয়নে বাধাগ্রস্ত করতেই বিভিন্ন অপপ্রচার করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি  নেতা মো. মাহবুব আলম, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম উজ্জল, সমাজ সেবক  মো. খলিলুর রহমান, সাইদুজ্জামান সুজন, দেহেরগতি  ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মো. এরশাদ হুসাইন, সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস হাসান, সাংবাদিক ও সমাজসেবক মো. মহিবুল ইসলাম সোহাগ, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সমাজ সেবক  শাজাহান হাওলাদার, আবু বক্কর প্যাদা প্রমুখ। এ সময় এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গরাসহ ভাঙন কবলিত এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য