ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৬:৪৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৬:৪৯:০৪ অপরাহ্ন
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
পরীক্ষা ছাড়াই রোগ নির্ণয়ের রিপোর্ট দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হবিগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা সদরের কোর্ট স্টেশন এলাকায় ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টার’ নামে ওই প্রতিষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।
ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান তামিমুর রহমান আকিব কয়েকদিন ধরে অনুপস্থিত। তারপরও রোগীদের প্যাথলজিক্যাল নানা ধরনের নমুনা নিয়ে পরীক্ষা না করেই তাদের রোগ নির্ণয়ের রিপোর্ট দেয়া হচ্ছিল। পরীক্ষার জন্য মজুদ করে রাখা রিয়েজেন্টগুলোও ছিল মানহীন। 
অভিযানে আরও দেখা যায়, টেকনিশিয়ান উপস্থিত না থাকলেও তার স্বাক্ষর সংবলিত একাধিক রিপোর্ট রোগীদের দেয়া হয়েছে, যা ভুয়া বলে প্রমাণিত হয়। অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস প্রতারণা, অনিয়ম এবং মানহীন রিয়েজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আসাদুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করেন এবং ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দেন।
হবিগঞ্জ সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এতথ্য নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানটি সিলগালা করে চাবি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে যদি তারা মানসম্মতসেবা দেয়ার উপযুক্ততা দেখাতে পারে, তাহলে পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি আরও জানান, অভিযানের মূল আয়োজনে ছিল সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ তাদের সহযোগিতা করেছে। এ সময় সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পের ক্যাপ্টেন মো. সামিউল হাসান ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মদিনা কালিয়াপুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স