বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় প্রায় আট মাস ধরে তালাবদ্ধ। শতাধিক সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দায়ের করা হয়েছে। বেকার হয়েছেন অনেকে।
গতকাল ২ মে ২০২৫, শুক্রবার পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো, শীর্ষ পদে হঠাৎ পরিবর্তন, মাসের পর মাস বেতন না হওয়ার পাশাপাশি সচিবালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেক সাংবাদিক। সবশেষ গত ২৯ এপ্রিল উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে চাকরিচ্যুত হন তিনজন সাংবাদিক। তাই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি জানান ডিইউজে’র নেতৃবৃন্দ । -বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
