অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরার হোটেল গ্র্যান্ড ইন থেকে নারীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রায় দুই ঘণ্টার অভিযানে আট জন নারী ও ১০ জন পুরুষকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং দুপুরে আদালতে পাঠানো হবে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপের সত্যতা মিললে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, কেবল তাদের গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
- আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:২৫:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:২৫:৪৭ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ