রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার দিনব্যাপী আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার দিনব্যাপী আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ১৬ জন হলো, সাকিব হাসান (১৮), মো. আমিনুর (২০), মো. ইয়াছিন মিয়া (১৭), মো. সিরাজুল ইসলাম (১৯), মো. শুভ আহম্মেদ (১৯), কৌশিক মজমুদার (২০), ফয়সাল (২৮), মো. মুন্না (২৩), শুভ ওরফে হৃদয় (২৪), মো. রিয়াজ (২০), মো. সোহাগ (১৮), মো. ইসমাইল হোসেন (২১), শুভ হাওলাদার, মো. আরিফুল ইসলাম রাজিব (১৬), শাহজাহান (১৬) ও তানভির (১৬)।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আদাবরে সাঁড়াশি অভিযান, ৩ কিশোরসহ গ্রেফতার ১৬
- আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:২৪:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:২৪:৫৩ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ