শেরপুর প্রতিনিধি
শেরপুরের গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর রাতে ভারত সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় এ অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোর রাতে বড় গজনী এলাকার সোলার ফ্যান্সিং কন্ট্রোল রুমের পাশে সুবিনাথ সাংমার বাড়ির কাছে মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
