ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৭:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৭:২৮:৩১ অপরাহ্ন
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সোয়া এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গতকাল বুধবার সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের মার্চ মাসের বকেয়া বেতনের দাবি জানান। কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সুরাহা না দেওয়ায় শ্রমিকরা সকাল ১০টার দিকে মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষোভকারী শ্রমিকেরা আরও জানান, গত মার্চ মাসের ২০ দিনের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের মধ্যে আমাদের বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। দেড় হাজার শ্রমিক সকালে কারখানায় কাজে যোগ দিই। সকাল সাড়ে ৯টার দিকে গেলো মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবি জানাই কর্তৃপক্ষের কাছে। এ সময় কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে সঠিক কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি। পরে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি। প্রতিমাসেই কারখানার মালিক-কর্তৃপক্ষ আমাদের বেতন সময়মতো পরিশোধ করে না। গেল রোজার ঈদেও আমাদের বেতন নিয়ে টালবাহানা করছে। পরে আন্দোলন করে আমাদের পাওনা আদায় করতে হয়েছে। এসব বিষয়ে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার জানান, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১০টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। খবর পেয়ে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ, শিল্পপুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১ টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য