ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব ফিলিস্তিনের আ’লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না আজ হেফাজতের বিক্ষোভ মহাসমাবেশ টানা ৮ম রাতেও ভারত-পাকিস্তানের সেনাদের গোলাগুলি কাশ্মিরে হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ নির্বাচনী প্রস্তুতিতে সরগরম রাজনীতির মাঠ মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থী নির্যাতন নানা কর্মসূচিতে সারাদেশে মহান মে দিবস পালিত পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যা গ্রেফতার ৬ সাংবাদিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি ডিইউজে’র বিএনপির রাজনীতির অন্যতম পিলার খাল খনন- আমীর খসরু রাজধানীর সূত্রাপুর বিএনপির নামধারী নেতার কাণ্ড! উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮ আদাবরে সাঁড়াশি অভিযান, ৩ কিশোরসহ গ্রেফতার ১৬ আ’লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে- নাহিদ ইসলাম সাতক্ষীরায় জেলি পুশ করা পাঁচ পিকআপ চিংড়ি মাছ জব্দ ৫ ব্যবসায়ীকে জরিমানা সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমছে শিক্ষার্থী মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি-প্রাণিসম্পদ উপদেষ্টা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৭:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৭:২৮:৩১ অপরাহ্ন
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সোয়া এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গতকাল বুধবার সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের মার্চ মাসের বকেয়া বেতনের দাবি জানান। কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সুরাহা না দেওয়ায় শ্রমিকরা সকাল ১০টার দিকে মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষোভকারী শ্রমিকেরা আরও জানান, গত মার্চ মাসের ২০ দিনের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের মধ্যে আমাদের বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। দেড় হাজার শ্রমিক সকালে কারখানায় কাজে যোগ দিই। সকাল সাড়ে ৯টার দিকে গেলো মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবি জানাই কর্তৃপক্ষের কাছে। এ সময় কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে সঠিক কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি। পরে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি। প্রতিমাসেই কারখানার মালিক-কর্তৃপক্ষ আমাদের বেতন সময়মতো পরিশোধ করে না। গেল রোজার ঈদেও আমাদের বেতন নিয়ে টালবাহানা করছে। পরে আন্দোলন করে আমাদের পাওনা আদায় করতে হয়েছে। এসব বিষয়ে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার জানান, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১০টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। খবর পেয়ে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ, শিল্পপুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১ টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য