ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ১২:০৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ১২:০৬:৪১ পূর্বাহ্ন
করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের
করমুক্ত আয়সীমা এক লাখ টাকা বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা করার পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এ পরামর্শ দেন। তিনি বলেন, আয়কর ও মূসকের আওতা সম্প্রসারণ করে রাজস্ব আহরণের পরিমাণ বাড়াতে হবে। ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়াতে আয়কর বাড়াতে হবে। সক্ষম করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক আয়কর ও মূসক নিবন্ধনের আওতায় এনে কর জিডিপি অনুপাত বাড়ানো সম্ভব। সভায় বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে সুতা আমদানির সুযোগ দেওয়ার দাবি জানানা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেন। তিনি বলেন, রিসাইকেল ফাইবার নীতি সহায়তা দিতে হবে। এটা করা গেলে সাত বিলিয়ন ডলারের ব্যবসার প্রসার ঘটতো। পাড়ার ছোট দোকান থেকে পাড়ার মাস্তান চাঁদা তোলে। কিন্তু সরকার কর আদায় করতে পারে না। প্রয়োজনে বিন নম্বর না দিয়ে নিবন্ধনের আওতায় এনে রাজস্ব আদায় বাড়ানোর দাবি জানান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি রাজীব চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ বলেন, ব্যবসায়ীদের দাবি দাওয়া ইতিবাচকভাবে দেখা হচ্ছে, যা আগামী বাজেটে প্রতিফলিত হবে। কর বেয়াতের যুগ শেষ হয়ে গেছে। এখন রাজস্ব আদায় বাড়াতে হবে। ট্যাক্স না দিলে সেবা দেওয়া যাবে না। তিনি বলেন, সরকারের সেবার বিষয়টি একটি সার্বজনীন বিষয়। ট্যাক্স দেওয়া মানে শুধু নিজের বাড়ির সামনে বাতি জ্বলা বা পানি সরবরাহ নিশ্চিত করার বিষয় না। নিজের বাড়ির পাশাপাশি অন্যের বাড়ির সামনে আলো, পানি নিশ্চিত করাসহ শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করতে হবে। উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে আরোপিত ৩৭ শতাংশ কর ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। পুরোপুরি কমানোর জন্য আলোচনা চলছে। প্রয়োজনে আরও ৯০ দিনের জন্য স্থগিত করার ব্যবস্থা নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। সভায় অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স