ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’ কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে তিনজনকে জরিমানা শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ জব্দ শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ৩১৫০ জন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা পাঁচ কিলোমিটার সড়কে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ অস্ত্র দিয়ে ডাকাত তকমা, জনতার রোষানল থেকে বাঁচালো নৌবাহিনী নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফুটপাতে বছরের পর বছর দিন কাটে যাদের কক্সবাজার জেলার ১৭ পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ এবার বৃষ্টির প্রবণতা বেশি গ্রীষ্ম কাটবে স্বস্তিতে আ’লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ১৩ টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ গারো পাহাড়ের সবুজায়ন বেড়েছে বন্য হাতির সংখ্যা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্লে অফের দৌড়ে টিকে রইলো কলকাতা

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১১:৫১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১১:৫১:৪৮ অপরাহ্ন
প্লে অফের দৌড়ে টিকে রইলো কলকাতা
পয়েন্ট তালিকার ওপরের সারির দল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো কলকাতা নাইট রাইডার্স। হাইস্কোরিং ম্যাচে স্বাগতিকদের ১৪ রানে হারিয়েছে আজিঙ্কা রাহানের দল। ১০ ম্যাচে এটি কলকাতার চতুর্থ জয়। একটি পরিত্যক্ত ম্যাচসহ ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রাহানের দল। সমান ম্যাচে চতুর্থ হার দেখা অক্ষর প্যাটেলের দিল্লি ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে। দিল্লির সামনে লক্ষ্য ছিল ২০৫ রানের। ৯ উইকেটে ১৯০ রানে থামে তারা। ফ্যাফ ডু প্লেসি ৪৫ বলে ৬২, অক্ষর প্যাটেল ২৩ বলে ৪৩ আর শেষদিকে ভিপরাজ নিগাম ১৯ বলে খেলেন ৩৮ রানের ঝোড়ো ইনিংস। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। সুনিল নারিন ২৯ রানে ৩টি আর বরুণ চক্রবর্তী ৩৯ রানে নেন ২টি উইকেট। এর আগে কলকাতা নাইট রাইডার্সের কোনো ব্যাটার ফিফটি পাননি। তারপরও দিল্লি ক্যাপিটালসের মাঠে খেলতে গিয়ে ৯ উইকেটে ২০৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায় কলকাতা। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন কলকাতার রহমানুল্লাহ গুরবাজ এবং সুনিল নারিন। তিন ওভারেই তারা তুলে ফেলেন ৪৮ রান। ১২ বলে ২৬ করে মিচেল স্টার্কের শিকার হন গুরবাজ। উইকেটে এসে মেরে খেলতে শুরু করেন অধিনায়ক আজিঙ্কা রাহানেও। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৭৯ রান তোলে কলকাতা। তবে এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে বসে কলকাতা। সুনিল নারিন ফেরেন ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ করে। ১৪ বলে ২৬ আসে রাহানের ব্যাট থেকে। দুজনই হন এলবিডব্লিউ। সুবিধা করতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। অক্ষর প্যাটেলকে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন তিনি (৫ বলে ৭)। সেখান থেকে জুটি গড়েন আঙ্গকৃষ রঘুবানসি আর রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৪৬ বলে ৬১ রান। ৩২ বলে ৪৪ রানে সাজঘরে ফেরেন রঘুবানসি। চার বরের ব্যবধানে আউট হন রিঙ্কু। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৬। শেষদিকে আন্দ্রে রাসেল ৯ বলে ২ চার আর ১ ছক্কায় অপরাজিত ১৭ রানের ক্যামিওতে কলকাতাকে দুইশ পার করে দেন। মিচেল স্টার্ক ৪ ওভারে ৪৩ রান খরচ করে নেন ৩টি উইকেট। ভিপরাজ নিগাম আর অক্ষর প্যাটেলের শিকার দুটি করে উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স