ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

প্রকাশিত হলো বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১১:৫১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১১:৫১:০৭ অপরাহ্ন
প্রকাশিত হলো বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি
মে-জুনে বাংলাদেশ দল যাবে পাকিস্তান সফরে। যেখানে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের আতিথেয়তা দেওয়ার আগে সফরসূচি চূড়ান্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে আগামী ২৫ মে। সিরিজের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে। প্রথম দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদ, শেষ তিন ম্যাচের ভেন্যু লাহোর। এই সিরিজ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে ফয়সালাবাদে। ২৫ মে প্রথম ও ২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দুই দল পাড়ি জমাবে লাহোরে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে ৩০ মে। শেষ দুই ম্যাচ ১ ও ৩ জুন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজকে গুরুত্বের সাথে দেখছে দুই দলই। এফটিপি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও দুই বোর্ডের আলোচনায় পাঁচটি টি-টোয়েন্টি মাঠে গড়াচ্ছে। থাকছে না কোনো ওয়ানডে ম্যাচ। গত কয়েক মাসে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বেশ কিছু ঘরোয়া ম্যাচ অনুস্থিত হয়েছে। ২০০৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে, সেই ম্যাচটিও ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে- ওয়ানডে। এখন পর্যন্ত ২৪টি টেস্ট ও ১৬টি ওয়ানডে হয়েছে এই ভেন্যুতে। পিসিবি জানিয়েছে, বাংলাদেশ দল ২১ মে পাকিস্তানে পা রাখবে। সিরিজ শুরুর আগে ২২, ২৩ ও ২৪ মে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবেন লিটন-মুস্তাফিজরা। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে পাকিস্তান সময় রাত ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়।
পাকিস্তানে সিরিজ সূচি-
২১ মে: বাংলাদেশ পুরুষ দল পাকিস্তানে পৌঁছাবে
২৫ মে: প্রথম টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
২৭ মে: দ্বিতীয় টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
৩০ মে: তৃতীয় টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
১ জুন: চতুর্থ টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
৩ জুন: পঞ্চম টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স