ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০১:৪২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০১:৪২:৪৫ অপরাহ্ন
নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ মো. মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমানগতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনিমোখলেছুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেনতিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদকলিখিত বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, একজন সংসদ সদস্য, তিনি প্রজাতন্ত্রের আইন প্রণয়ণকারীপরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, বেড়ায় যখন খেতের ফসল খেয়ে ফেলে, তখন প্রজাতন্ত্রের স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠেতিনি আরও বলেন, ফরিদপুর-৪ আসনের এমপি একজন আইনপ্রণেতা হয়েও প্রতিনিয়ত তিনি আইন ভঙ্গ করে চলেছেনমোখলেছুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, কোনো সংসদ সদস্য তার এলাকায় উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা নির্বাচনকে প্রভাবিত করতে পারবেন নাঅত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী তফসিল ঘোষণার পর থেকেই নিজ বাসভবনে অবস্থান করে তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাউছার ভূঁইয়ার পক্ষে অত্যন্ত সুকৌশলে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেনলিখিত বক্তব্যে আরও বলা হয়, তিনি (নিক্সন চৌধুরী) বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের তার বাড়িতে ডেকে নিয়ে নির্বাচন সংক্রান্ত মিটিং করছেন, অর্থ প্রদানসহ কাওছার ভূঁইয়ার পক্ষে ভোট দেয়ার নির্দেশ দিয়েছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো তিনি একাধিকবার রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ আকারে অবহিত করেছেনকিন্তু প্রশাসন এ বিষয়ে নির্বিকার রয়েছেএমপি সাহেবও তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন
সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেনউপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অপর চার প্রার্থী হলেন নিক্সন চৌধুরী সমর্থিত আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া (দোয়াত কলম প্রতীক), মো. সহিদুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক), খান মাইনুল ইসলাম (কৈ মাছ প্রতীক) ও মোখলেছুর রহমানের স্ত্রী লোপা রহমান (আনারস প্রতীক)অভিযোগের বিষয়ে জানতে নিক্সন চৌধুরীর মুঠোফোনে গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টার মধ্যে দুবার ফোন করা হলে তিনি ফোন কেটে দেনপরে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননিতবে এ বিষয়ে নিক্সন চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) এ কে এম খায়রুল বাসার বলেন, মোখলেছুর রহমানের এলাকায় কোনো গ্রহণযোগ্যতা নেইতার ভোটও নেইতিনি বুঝে গেছেন, অবধারিতভাবে তিনি এ নির্বাচনে পরাজিত হতে যাচ্ছেনএজন্য তিনি মাননীয় সংসদ সদস্যের নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হেয় করার চেষ্টা করছেননিক্সন চৌধুরীর বাড়িতে নির্বাচন নিয়ে সমাবেশ করার অভিযোগের বিষয়ে এপিএস খায়রুল বাসার বলেন, লিডার (নিক্সন) বাড়িতে এলে তার সঙ্গে কারও দেখা করতে প্রটোকল লাগে নাসবাই লিডারের সঙ্গে দেখা করতে পারেনএ জন্যই তারা ছুটে আসেনতিনি (নিক্সন) বাড়িতে এলে পাঁচ শ-এক হাজার লোক সব সময়ই থাকেনএটা নির্বাচন থাকলেও থাকেন, না থাকলেও থাকেনওই সংবাদ সম্মেলনে বিষয়টিকে হয়তো ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছেন চেযারম্যান প্রার্থী মোখলেছুর রহমানতৃতীয় ধাপে ২৯ মে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবেনির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হকমোখলেছুর রহমানের অভিযোগ বিষয়ে জানতে চাইলে জিয়াউল হক বলেন, মোখলেছুর রহমান আগে নির্বাচন সংক্রান্ত যেসব অভিযোগ দিয়েছেন, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছেতবে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যেসব অভিযোগ করেছেন, এ জাতীয় কোনো লিখিত অভিযোগ তারা পাননিলিখিত অভিযোগ পেলে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য