
ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী
- আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০২:১৭:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০২:১৭:৫৬ অপরাহ্ন


ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেছেন ২৫ কর্মী। এই মৌসুমী কর্মীরা ওয়ানডো কাউন্টির বিভিন্ন মৎস্য কোম্পানিতে কাজ করবেন। ই-৮ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় শ্রমিক গেলেন। গতকাল মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ওয়ানডো কাউন্টি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশি কর্মীদের (ই-৮ ভিসা ক্যাটাগরি) প্রথম ব্যাচ গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মৌসুমী কর্মীদের ইনচন বিমানবন্দরে স্বাগত জানানো হয়। এ ব্যাচের ২৫ জন মৌসুমী কর্মী ওয়ানডো কাউন্টিতে বিভিন্ন মৎস্য কোম্পানিতে কাজ করবেন। ভবিষ্যতে এ প্রক্রিয়া চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ