ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৭:৫৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৭:৫৩:৩৮ অপরাহ্ন
নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
নিউইয়র্ক সিটির ‘জ্যাজ অ্যাট লিঙ্কন সেন্টার’-এ গত রোববার অনুষ্ঠিত হলো অ্যানাদার সিম্পল ফেভার ছবির প্রিমিয়ার। ২০১৮ সালের জনপ্রিয় সিনেমা অ্যা সিম্পল ফেভারের সিক্যুয়েল উপলক্ষে আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে আলো ছড়ালেন অভিনেত্রী ব্লেক লাইভলি। সে সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী রায়ান রেনল্ডস, ছবির পরিচালক পল ফিগ ও সহ-অভিনেত্রী আনা কেনড্রিক। প্রিমিয়ারে লাইভলি হাজির হন হালকা মিষ্টি রঙের একটি ড্রেপড গাউনে, যার বডিজুড়ে ছিল জটিল জ্যামিতিক কাট-আউটের নকশা। বড় কানের দুল ও রঙিন আংটি-ব্রেসলেটের সমন্বয়ে তিনি তার সাজ সম্পূর্ণ করেন। খোলা চুলে এবং উজ্জ্বল উপস্থিতিতে তিনি ছিলেন দারুণ আকর্ষণীয়। পিপল ম্যাগাজিনের সূত্রে জানা যায়, লাইভলির সৌন্দর্য আর স্টাইলের মিশ্রণ অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। সে সময় লাইভলির পাশে ছিলেন তার স্বামী, অভিনেতা রায়ান রেনল্ডস, যিনি পরেছিলেন ধূসর প্ল্যাড স্যুট। এই দম্পতিকে একসঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। অনুষ্ঠানের পরদিন পিপল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে রেনল্ডস লাইভলির প্রতি তার গভীর মুগ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি নানা দিক থেকেই অবাক হয়ে যাই।’ মজা করে তিনি আরও যোগ করেন, ‘লাইভলির কাজের শক্তির রহস্য হলো কফি, যা আমার কাছে এক বিস্ময়ের বিষয়, কারণ আমি নিজে এমন চাপ সামলাতে পারি না।’ এদিকে সিনেমাটির প্রিমিয়ারটি আসে লাইভলির জন্য এক কঠিন সময়ে। কারণ ২০২৪ সালের ডিসেম্বরে, তিনি ‘ইট এন্ডস উইথ আস’ ছবির পরিচালক ও সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানি এবং প্রতিশোধমূলক স্মিয়ার প্রচারণার অভিযোগে মামলা করেন এবং বালডোনির প্রযোজনা সংস্থা ‘ওয়ে ফেরার স্টুডিওস’ও এ মামলায় যুক্ত রয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে, বালডোনি লাইভলি, রেনল্ডস এবং তাদের জনসংযোগ প্রতিনিধি লেসলি স্লোনের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন ডলারের মানহানি এবং অসৎ চাপ প্রয়োগের অভিযোগে মামলা করেন। মামলার শুনানি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের মার্চে। এ ছাড়া সম্প্রতি ব্লেক লাইভলি টাইম ম্যাগাজিনের ‘২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় স্থান করে নিয়েছেন। ২৪ এপ্রিল টাইম হান্ড্রেড গালাতে তিনি সংক্ষিপ্ত এবং অনুপ্রেরণাদায়ক একটি বক্তৃতা দেন। এ সময় সরাসরি আইনি লড়াইয়ের প্রসঙ্গ এড়িয়ে লাইভলি বলেন, ‘গত দুই বছরে আমার জীবনে যা ঘটেছে, তা নিয়ে বলার অনেক কিছু আছে, তবে আজকের রাত তার জন্য নয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি আজ যে নারী, যার একটি কণ্ঠ আছে, তা সম্ভব হয়েছে সেসব নারীর সংগ্রাম আর যন্ত্রণার কারণে, যারা আমাদের জন্য পথ তৈরি করেছিলেন এবং সেসব পুরুষের কারণে, যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ