ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক
ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত’ শিগগির মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমা পোস্টার প্রকাশ্যে এসেছে। এরপরই শুরু হয়েছে পোস্টারটি নিয়ে তুমুল বিতর্ক। ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে সুকুমার রায়ের আবোল তাবোল হত্যা রহস্যকে কেন্দ্র করে। সে কারণেই প্রকাশ করা এ সিনেমার পোস্টার জুড়ে রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল বইটির বিভিন্ন ছবি। হুঁকোমুখো হ্যাংলা থেকে প্যাঁচা প্যাঁচানি, বাবুরাম সাপুড়ে- সব ছবি পোস্টারে স্থান দেওয়া হয়েছে। আর এর মাঝে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বসু। এ নিয়ে এখন আলোচনা-সমালোচনা জমে উঠেছে। ‘আবোল তাবোল’ বইটির যেসব ছবি পোস্টারে ব্যবহৃত হয়েছে সেগুলো সবই শিল্পী বিমল দাসের আঁকা সুকুমার রায়ের বইয়ের জন্য। কিন্তু পোস্টারে সেটার বা শিল্পীর কারও কৃতজ্ঞতা জানানো হয়নি ম্যাডাম সেনগুপ্ত সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে। সে কারণেই এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটির পোস্টার শেয়ার করে কলকাতার জনপ্রিয় চিত্রশিল্পী দেবাশিস দেব ক্ষোভ প্রকাশ করেন। কেন বিমল দাসের নাম নেই সেটা নিয়ে প্রশ্ন তোলেন, শুধু তাই নয় ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমার নির্মাতাকে এ ভুল শুধরে নিতেও অনুরোধ জানান। সোশ্যাল মিডিয়ায় দেবাশিস দেব আরও লেখেন, ‘এ সিনেমার পোস্টার প্রয়াত শ্রী বিমল দাসের আঁকা সব ছবি ব্যবহার করেছে যা তিনি আবোল তাবোলের একটি এডিশনের জন্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ সিনেমার প্রচারণা বিভাগ সেই প্রাপ্য ক্রেডিট দিতে ভুলে গেছেন।’ ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমাটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। আসছে ৪ জুলাই সিনেমাটি মুক্তি পাব্।ে এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বসু।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স