ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি ভারতীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বক্স অফিসে কেমন পারফর্ম করছে ‘কেসারি চ্যাপ্টার টু’? ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক ‘আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন?’ প্রেক্ষাগৃহে আসছে জয়ার নতুন সিনেমা অবশেষে ‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর মার্চ মাসে নির্যাতনের শিকার ৪৪২ জন নারী-কন্যা শিশু সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বাসস এমডি ড্যাপ সংশোধন নিয়ে মতপার্থক্য ত্রয়োদশ নির্বাচনের ভোটার তালিকায় ভুল থাকার শঙ্কা নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে আইন উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই-আইন উপদেষ্টা দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না-জামায়াত আমির

চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০২:০৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০২:০৯:২৪ অপরাহ্ন
চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও-এর নেতৃত্বে ১০০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। এ বিষয়ে ঢাকা সফররত চীনা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের আলোচনা হয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। মহাপরিচালক চীনের প্রতি বাংলাদেশের জনগণের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করে বলেন, চীন এবং চীনের কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে তাদের পাশে থাকবে। চীনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর এবং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে সফররত মহাপরিচালক বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিশ্বস্ত বন্ধু। পেং শিউবিন আরও বলেন, চীন দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার, অবকাঠামোগত উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে এবং সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের আদান-প্রদান বৃদ্ধি করতে কাজ করবে। প্রতিবেশী কূটনীতির অংশ হিসেবে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। পেং শিউবিন বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ বাংলাদেশ-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সিপিসি থিঙ্ক ট্যাংক এবং শিক্ষাবিদদের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করার জন্য উন্মুখ। পররাষ্ট্রসচিব এক চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তাদের প্রতিপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন, যার ফলে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য এবং শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের বিশেষ চিকিৎসা সুবিধা প্রদানের জন্য পররাষ্ট্রসচিব চীন সরকারকে ধন্যবাদ জানান। ভিসার সহজীকরণের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে পররাষ্ট্রসচিব জোর দিয়ে বলেন, ঢাকা-কুনমিং ফ্লাইটে সাশ্রয়ী মূল্যের বিমান ভাড়া বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা গ্রহণে আরও উৎসাহিত করবে। তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধির করতে চীন সরকারকে অনুরোধ করেন। পররাষ্ট্রসচিব বলেন, চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১০০ জনেরও বেশি সদস্যের চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের আসন্ন সফর দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ককে প্রতিফলিত করে। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করা হয়। পররাষ্ট্রসচিব এ বিষয়ে অব্যাহত সমর্থনের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স