বোলাররাই অর্ধেক দায়িত্ব সেরে রেখেছিলেন। এরপর ব্যাট হাতে রীতিমত দাপট দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা যুবদলকে তাদের ঘরের মাঠ কলম্বোয় ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে হারালো বাংলাদেশ। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। প্রথম ম্যাচে লঙ্কানরা জিতেছিল ৯৩ রানে। দ্বিতীয় ম্যাচে বিশাল জয়ে যেন প্রতিশোধ নিয়ে নিলো বাংলাদেশের যুবারা। টস জিতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে ৪৮.৫ ওভারে ২১১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। টাইগারদের ডানহাতি পেসার আল ফাহাদ ৪৪ রান খরচায় একাই নেন ৬ উইকেট। ২ উইকেট শিকার করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। শ্রীলঙ্কার হাফসেঞ্চুরি করেন চামিকা হেনাটিগালা। ৯১ বল খেলে ৫১ রান করেন তিনি। ৪৭ রান আসে দিনুরা দামসিথের ব্যাট থেকে। জবাবে কালাম সিদ্দিকি ৫ করে ফিরলেও জাওয়াদ আবরার আর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ যুবদল। জাওয়াদ হাঁকান বিধ্বংসী এক সেঞ্চুরি। ১০৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংসে ১৪টি চার আর ৬টি ছক্কা হাঁকান এই ওপেনার। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাওয়াদ, যা কিনা বাংলাদেশের যুব ওয়ানডেতে এই উইকেটে নতুন রেকর্ড। এর আগে যুব ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিল এনামুল হক বিজয় আর লিটন দাসের, ১৭৯ রানের। বিধ্বংসী সেঞ্চুরির পথে আবরার আরও একটি রেকর্ড গড়েছেন। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে কেবল বাউন্ডারিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তার (৯২)। এর আগে রেকর্ডটি ছিল পিনাক ঘোষের (৯০)।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বাংলাদেশের সামনে খড়কুটার মতো উড়ে গেলো শ্রীলঙ্কা
- আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৭:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৭:৪৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ