ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ আজ মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা কি সন্ত্রাসী কাজ, প্রশ্ন সাংবাদিক পান্নার মব সংস্কৃতি দমনে সরকার ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে- ড. কামাল হোসেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে- আমির খসরু বরখাস্ত আদেশ প্রত্যাহার না হলে আন্দোলনে যাবে পল্লীবিদ্যুৎ কর্মরতরা সাভারে অপহৃত ১০ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার অপহরণকারী সাপের কামড়ে মৃত্যু বাড়ছে, প্রতিষেধক তৈরির উদ্যোগ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ নিশ্চিত হচ্ছে বন্যপ্রাণীর নিরাপদ আবাস নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতা কাটছে না গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

তাইজুলকে প্রশংসায় ভাসালেন তামিম

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৭:১৮ অপরাহ্ন
তাইজুলকে প্রশংসায় ভাসালেন তামিম
২০০ টেস্ট উইকেটের দিনেই তাইজুল ইসলামকে নিয়ে তামিম ইকবাল বলেছিলেন, তাইজুল যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান পায় না। এবার ক্যারিয়ারের ১৬তম ফাইফারের পর তাইজুলকে তামিম অভিহিত করলেন বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাইজুল তার ক্যারিয়ারের ১৬তম ফাইফারের দেখা পান। প্রথম দিনের খেলা শেষে তাইজুলকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তামিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক সেখানে লিখেছেন, ‘এ মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্যান্য বোলারের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছো তাইজুল।’ তাইজুল বরাবরই তামিমের প্রিয়পাত্র। তামিম যখন জাতীয় দলের অধিনায়ক ছিলেন, তাইজুল তখনও বল হাতে আলো ছড়িয়েছেন। তামিমও বরাবরই তাইজুলের গুণমুগ্ধ। গত বছরের অক্টোবরে তাইজুলের ২০০তম টেস্ট উইকেটের কীর্তিতে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছিলেন, ‘অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।’ তাইজুলকে গ্রেট বোলারদের সাথে তুলনা করে তামিম লিখেছিলেন, 'আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’ সেদিন তাইজুলকে বিশ্বের সেরা স্পিনারদের একজন বলেছিলেন তামিম। তার ভাষায়, ‘তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ। আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।’ এবারের ফাইফার তাইজুলকে নতুন করে আরও একবার এনেছে আলোচনায়। বিশেষ করে তামিমের সেই পোস্টের পর। ততক্ষণে এই বাঁহাতি স্পিনারের উইকেট সংখ্যা হয়ে গেছে ২২৪, এবং গণনা চলছেই...
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স