অনুমতি না নেওয়ায় হুইল এক্সাভেটর দিয়ে নির্মাণাধীন বিশাল ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল রোববার সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া আরও বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজউক। জানা গেছে, ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল। তবে রাজউকের অনমুতি নেওয়া হয়নি। ফলে ভবনটি ভেঙে দেওয়া হয়। এদিকে ভবন মালিকরাও অনুমতি ছাড়া ভবন নির্মাণের কথা শিকার করেছেন। তারা বলছেন, স্থান সংকুলান না হওয়ায় পরিকল্পনা চেয়েও রাজউকের অনুমতি পাননি। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, ‘এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেওয়া হয়েছে, তাতে কোনও কাজ হয়নি। তাই এবার ভেঙে দেওয়া হচ্ছে।’ গত সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নেই অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজধানীতে তিন হাজারের বেশি অবৈধ ভবন রয়েছে, সবগুলোর বিরুদ্ধেই রাজউক মাঠে নামবে। পরিকল্পিত নগরী গড়তে কাউকেই ছাড় দেওয়া হবে না।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

অনুমতি না নেয়ায় নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দিলো রাজউক
- আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৭:৩১:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৭:৩১:০৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ