
ইউপিডিএফের আস্তানায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৫
- আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০২:৪১:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০২:৪১:৩০ অপরাহ্ন


খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে ইউপিডিএফের প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমার গোপন আস্তানায় যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল উদ্ধার করেছে অভিযানিক দল। একই সঙ্গে ইউপিডিএফের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার অপহৃত ৫ শিক্ষার্থীর সন্ধানে ভোর ৫টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় যৌথবাহিনী অভিযান চলাকালে ইউপিডিএফের এ গোপন আস্তানার সন্ধান পায়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমার গোপন আস্তানার সন্ধান পায়। তালা বন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হয় ও পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙে ঘরে তল্লাশি চালায়। এ সময় চাঁদার রসিদ, ল্যাপটপ, মোবাইল ও সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। খবর পেয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযানে নেতৃত্ব দেয়া নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশি করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বুধবার সকালে বৈসাবী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। এ ঘটনায় শুরু থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ