ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষ পেরেক আওয়ামী লীগের কফিনে নাফ নদ থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রংপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত আ’লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে-মির্জা আব্বাস পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকবে না -স্বরাষ্ট্র উপদেষ্টা কোচিং বাণিজ্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার দাবি আ’লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ, বিএনপি নেতাকে শোকজ আলোচিত চাঁদাবাজি ও হত্যা মামলায় কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার নকল সইয়ে কমিটি বদল, ৯ কোটি টাকা লুটের কারসাজি মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফের সতর্কতা জারি স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব -উপদেষ্টা শিশুর মৃত্যু ঠেকাতে পিছিয়ে বাংলাদেশ জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব কালীগঞ্জে এবছর বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষক সাতাশ পর্যন্ত টাইগারদের দায়িত্ব পাচ্ছেন টেইট ক্ষমা চাইলেন রিশাদ হোসেন টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

রামপুরায় বাসায় ঢুকে চারজনের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১১:১০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১১:১০:৩০ পূর্বাহ্ন
রামপুরায় বাসায় ঢুকে চারজনের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
রাজধানীর পূর্ব রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালের পেছনের একটি বাসায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। সাত-আট জন ডাকাত বাসাটিতে গ্রিলে কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রী এবং দুই সন্তানের হাত-পা বেঁধে নগদ ৪ লাখ ৪৫ হাজার টাকাসহ প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বাসাটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান কামাল আহমেদের। গত রোববার দিনগত রাত পৌনে ৩টার দিকে ওই বাসায় প্রবেশ করেন ডাকাতরা। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, কামাল আহমেদের বাসা ভবনটির তৃতীয় তলায়। ভবনটিতে লাগোয়া একটি নির্মাণাধীন ভবন রয়েছে। সেই ভবন থেকে বাসার দুটি গ্রিল কেটে সাত থেকে আটজন ডাকাত ভেতরে প্রবেশ করে বলে জানা গেছে। ভুক্তভোগী আমাদের জানান, ডাকাতরা ভেতরে প্রবেশ করে তাকেসহ তার স্ত্রী এবং দুই সন্তানের হাত-পা বেঁধে ফেলে। তিনি আরও বলেন, এ সময় ডাকাতদের হাতে চাপাতি ছিল। চাপাতি দিয়ে কোপানোর ভয়ভীতি দেখায় ডাকাতরা। রাত পৌনে ৩টার দিকে ডাকাতরা বাসায় প্রবেশ করে এবং প্রায় দেড় ঘণ্টা তারা ডাকাতি করে। রামপুরা থানার পরিদর্শক মশিউল বলেন, ভুক্তভোগী আমাদের জানান, ডাকাতরা তাদের বাসার ভেতরে জিম্মি করে ৪ লাখ ৮৫ হাজার নগদ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। আশা করি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স