ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা জনমনে বাড়ছে আস্থাহীনতা প্রতিনিয়তই জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবেÑ স্বরাষ্ট্র উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবেÑ রিজওয়ানা কক্সবাজার সৈকতে পর্যটক বাড়লেও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেই মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত- রিজভী কুমিল্লায় ভুল সিগন্যালে ট্রেন না থামায় ৪ জন সাময়িক বরখাস্ত জামালপুরে পালিয়ে বেড়াচ্ছে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল বৃষ্টিতে রাস্তায় চলাচলে জনদুর্ভোগ চরমে চরমপন্থীদের হাতে খুন যুবদলের মাহবুব, ভিডিও ফুটেজে ঘাতকরা শনাক্ত ভারতীয় ৩৪ জেলে ও ২ ট্রলার আটক ওয়ারীতে কিশোরকে হত্যাচেষ্টা, হামলা প্রতিহত করলো জনতা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি হলো দ্বিগুণ দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প

বেদনানাশক নিয়ে মাঠে নামবেন তাসকিন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৮:০৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৮:০৪:৫১ অপরাহ্ন
বেদনানাশক নিয়ে মাঠে নামবেন তাসকিন বেদনানাশক নিয়ে মাঠে নামবেন তাসকিন
স্পোর্টস ডেস্ক
চোট পিছুই ছাড়ছে না তাসকিন আহমেদেরকখনো কাঁধে তো কখনো পিঠে কিংবা গোড়ালিতে-বাংলাদেশের ডানহাতি পেসারের ক্যারিয়ারজুড়ে চোটের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে পাঁজরের মাংসপেশিএই চোটে তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলসেই শঙ্কা যে উবে গেছে, সেটা এখনই জোর দিয়ে বলার উপায় নেইতাসকিনের চোটের যে ধরন, তা থেকে সেরে উঠতে অন্তত তিন-চার সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছেতবু তাঁকে বিশ্বকাপ দলে রেখেছেন নির্বাচকরাসঙ্গে সহ-অধিনায়কের নতুন দায়িত্বও দেওয়া হয়েছেচোট নিয়েই মঙ্গলবার মধ্যরাতে বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাত্রা করেছেন তাসকিনআগামী ৭ জুন (স্থানীয় সময়) বাংলাদেশের বিশ্বকাপ শুরু হলেও এর আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১, ২৩ ও ২৫ জুন তিন ম্যাচের সিরিজ খেলবেন নাজমুল হোসেনরাতাসকিনকে এই সিরিজের দলে রাখেননি নির্বাচকরাতবে তাসকিনকে দলের সঙ্গে নেওয়ার অন্যতম কারণ, আজ শনিবার যুক্তরাষ্ট্রে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হবেএ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আজ শনিবার ওখানে একজন ডাক্তার দেখানোর কথা আছেদলের সঙ্গে আমাদের ডাক্তার আছেনউনি কথা বলবেনএরপর বোঝা যাবেসে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেবতাসকিনের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সেটি অবশ্য পরিষ্কার করেননি জালালতবে সহ-অধিনায়কত্ব যখন দেওয়া হয়েছে তখন নিশ্চিতভাবেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে খেলানোর পরিকল্পনা আছে অধিনায়ক ও প্রধান কোচেরতাসকিন নিজেও চান খেলতেসে ক্ষেত্রে বিকল্প পথে হাঁটতে হচ্ছেনিয়মিত বেদনানাশক ওষুধ খেতে হবে তাসকিনকেজাতীয় দল ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এর আগেও তাসকিন এভাবে খেলেছে২০২৩ বিশ্বকাপে কাঁধের চোটের কারণে ম্যাচের আগে এবং ম্যাচের পর পেইনকিলার নিতে হতোএবারও একই পরিকল্পনা করা হচ্ছে২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও চোট টেনে নিয়ে গিয়েছিলেন তাসকিনডান কাঁধের চোটে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলতবে ২০১৯ বিশ্বকাপে জায়গা হারানো তাসকিন ২০২৩ বিশ্বকাপে যেকোনো মূল্য খেলতে চেয়েছিলেনপ্রতি ম্যাচের আগে-পরে ব্যথানাশক ওষুধ খেতে হয়েছিল তাঁকেএভাবেই সাতটি ম্যাচ খেলেছিলেন তাসকিনযদিও দলের মতো তাঁর জন্যও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ স্মরণীয় নয়সব মিলিয়ে ৫৫ ওভার বল করে নিয়েছিলেন ৫ উইকেট
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য