ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমু-আনিসুল-শাজাহানসহ সাত জন নতুন মামলায় গ্রেফতার টিউলিপ বাংলাদেশি এনআইডি পাসপোর্ট ও টিআইএন নিবন্ধন রাজধানীতে অটোরিকশা চালকদের তাণ্ডব অল্প সময়ে একাধিক ভূমিকম্প বড় ভূমিকম্পের শঙ্কা বাড়াচ্ছে বেনিনে আল-কায়েদার অনুসারী গোষ্ঠীর হামলায় ৭০ সৈন্য নিহত রাশিয়া-ইউক্রেনের চুক্তি এই সপ্তাহেই হওয়ার আশাবাদ ট্রাম্পের ইস্টার যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ৫-১৫ বছর হামলা বন্ধ দিন শেষে বাংলাদেশ পিছিয়ে মাত্র ২৫ রানে বাংলাদেশে জীবননাশের শঙ্কায় ছিলেন হাথুরু! স্বর্ণের আইফোন উপহার পেলেন শাহীন সাবেক কোচের কাছে ক্ষতিপূরণ দাবি করলো পিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করলো বিসিসিআই নাটকীয় জয়ে শিরোপার দৌড়ে টিকে রইলো রিয়াল শিরোপার দোড়গোড়ায় লিভারপুল ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি প্রতিটি চুমুকে নতুন অভিজ্ঞতা ‘ম্যাজিক চা’ সাতক্ষীরায় কৃষকের পাকাধানে মই দিয়েছে বৈশাখী ঝড়-বৃষ্টি মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন

রাশিয়া-ইউক্রেনের চুক্তি এই সপ্তাহেই হওয়ার আশাবাদ ট্রাম্পের

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১০:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১০:৩১:৩৯ অপরাহ্ন
রাশিয়া-ইউক্রেনের চুক্তি এই সপ্তাহেই হওয়ার আশাবাদ ট্রাম্পের
রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হয়ে যাবে বলে আমি আশাবাদী। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে, তা জানাননি ট্রাম্প।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শুধু এই আশার কথা জানিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধ হওয়ার পর দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুরু করবে ও প্রচুর অর্থ রোজগার করে সমৃদ্ধশালী হবে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এদিকে কিয়েভের কমান্ডার ইন চিফ সিরস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেও ড্রোন হামলা চালিয়েছে ও গোলা ফেলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো অন্তত দুই হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে, রাশিয়া জানিয়েছে, তারা প্রত্যাঘাত করেছে। প্রথমে আক্রমণ করেছে ইউক্রেনই। জেলেনস্কি বলেছেন, আগামী ৩০ দিনের জন্য বেসামরিক পরিকাঠামোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক। পরে তার মেয়াদ আরো বাড়ানো যেতে পারে। এভাবেই যুদ্ধবিরতি সম্ভব বলবে তিনি মনে করেন। জেলেনস্কির মতে, যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয়, তার অর্থ তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতির মধ্যেও তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। মস্কোর অভিযোগ, ইউক্রেন ড্রোন হামলা করেছে এবং কামান থেকে গোলাবর্ষণ করেছে। এর ফলে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স