ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

ইস্টার যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১০:৩১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১০:৩১:০৪ অপরাহ্ন
ইস্টার যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনে একদিনের যুদ্ধবিরতি শেষে ফের হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল সোমবার ভোরে ইউক্রেনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘোষিত একদিনের ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা পর এই হামলা হয়। তবে হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আঞ্চলিক ইউক্রেনীয় কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও সোমবার মধ্যরাতের পর থেকে পূর্ব ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।  যা এখনও প্রত্যাহার করা হয়নি।
ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুসারে, কিয়েভ এবং কেন্দ্রীয় অঞ্চলগুলোকে প্রায় এক ঘন্টার সতর্কতা জারি করা হয়েছিল। ইউক্রেনের রাজধানীতে হামলার কোনো খবর পাওয়া যায়নি। তবে বন্দর শহর মাইকোলাইভের কর্মকর্তারা জানান, তাদের এলাকায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, আঞ্চলিক কর্মকর্তারা জানান, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ভোরোনেজ অঞ্চলেও রাতভর দুই ঘন্টা ধরে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল এবং কুরস্ক এবং বেলগোরোডের সীমান্তবর্তী অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি ছিল। এর আগে শনিবার এক আকস্মিক ঘোষণায় পুতিন জানান, মস্কোর স্থানীয় সময় রোববার মধ্যরাত পর্যন্ত ফ্রন্ট লাইনে সমস্ত সামরিক অভিযান বন্ধ থাকবে। তবে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বলেননি পুতিন। এর আগে ওয়াশিংটন জানায়, তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানাবে। অন্যদিকে, পূর্ব সতর্কতা ছাড়াই পুতিনের ঘোষিত ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স