
মিরপুর-ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:৪৭:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:৪৭:১৫ অপরাহ্ন


রাজধানীতে ফের দুই জায়গায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ‘মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে ওই মিছিল করা হয়। গতকাল রোববার সকালে ডেমরায় ঢাকা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত। অন্যদিকে সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি মিছিলটি বের করা হয়। মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগে নেতারা অংশ নেন। মিছিলে তারা শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে; শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ