জার্মানির ফ্রাঙ্কফুর্টের উত্তরের শহর বাড নাউহাইমে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। গত শনিবার মধ্য জার্মানিতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফ্রাঙ্কফুর্ট থেকে ৩৫ কিলোমিটার দূরে বাড নাউহাইমে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বার্তা সংস্থা ডিপিএ পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘‘এখন পর্যন্ত আমদের কাছে একজন অপরাধীর ইঙ্গিত আছে। তবে এই অপরাধে অন্যান্য ব্যক্তিদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”পুলিশ জানিয়েছে, শনিবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে দুজনের মরদেহ পাওয়া যায়। নিহত দুজনই পুরুষ। এর বাইরে অপরাধের বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ। ঘটনায় নিহতদের বিষয়েও আর কোন তথ্য দেয়নি তারা মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে পুলিশ হেলিকপ্টার ব্যবহার করেছে। সেই সঙ্গে আশেপাশের মানুষ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। আপাতত বাসিন্দাদের জন্য বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
