পিএসএল মাতাচ্ছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদের ঘূর্ণি জাদুতে কুপোকাত হচ্ছে একের পর এক দল। দুর্দান্ত বোলিংয়ে ইতোমধ্যে সবার মন জয় করে নিয়েছেন রিশাদ। লাহোর কালান্দার্স দলের মালিক সামীন রানা, অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিসহ আরও অনেকেই মেতেছেন রিশাদের প্রশংসায়। দুর্দান্ত বোলিং করে এই প্রশংসা আদায় করে নিয়েছেন রিশাদ। এবার রিশাদকে নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে লাহোর কালান্দার্স। যেখানে তার প্রস্তুতি এবং মাঠে যাওয়া, অনুশীলনের চিত্র প্রকাশ করেছে লাহোর। রিশাদ নিজেও বলেছেন নিজের অনুশীলনের প্রক্রিয়া প্রসঙ্গে। ভিডিওতে রিশাদ বলেছেন, ‘আমি রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে অনুশীলনের জন্য আমি মুলতান স্টেডিয়ামের দিকে যাচ্ছি। আমি আশাবাদী যে সবাই সর্বশেষ ম্যাচে আমাদের পারফরম্যান্সে খুশি হয়েছেন। আমরা সামনের ম্যাচগুলোয় আরও ভালো করতে চাইব। আমরা লাহোর কালান্দার্সকে সামনের দিকে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’ রিশাদ আরও বলেন, ‘আমি শুরুতে ওয়ার্ম আপ করি। আমি চেষ্টা করি মানসিক শান্তি অর্জনের। এটাই। আমি টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে চেষ্টা করি ৪-৫ বা ৬ ওভার বল করার। এর পাশাপাশি যতটুকু আমার মানসিক শান্তির জন্য দরকার হয়। যতটুকু ম্যাচের আগে দরকার হয়। আজকেও একই করব। আমি মুলতান সুলতান্স ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’ রিশাদ বলেছেন, ‘আমরা এখন মুলতানে আছি। এখানে করাচির চেয়ে বেশি গরম। আমরা চেষ্টা করছি মানিয়ে নিতে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে। ইনশাআল্লাহ আমরা মুলতানের বিপক্ষে জিতে টেবিল টপার হওয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ৩ ম্যাচে ২ জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ২য় স্থানে আছে লাহোর কালান্দার্স। পরবর্তী ম্যাচ আগামীকাল মঙ্গলবার, প্রতিপক্ষ মুলতান সুলতান্স।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

লাহোরের জন্য দোয়া চাইলেন রিশাদ
- আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৬:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৬:২৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ