
ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্টের
- আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১১:১০:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১১:১০:৩১ পূর্বাহ্ন


কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত শুক্রবার গভীর রাতে গাজায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা করেছেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের এই দুর্দশাকে যীশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করেছেন। একজন বিশিষ্ট ফিলিস্তিনি চিকিৎসক সম্পর্কে একটি এক্স-পোস্টের প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘যীশুর আবেগ ও মৃত্যুর মুহূর্তে আসুন আমরা ফিলিস্তিনি জনগণের কথা ভাবি, যেখান থেকে তিনি এসেছিলেন, এখন রক্তাক্ত গণহত্যার শিকার।’
উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক সাফিয়াকে এই বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী আটক করেছিল। মানবাধিকার সংগঠন এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে হেফাজতে থাকা অবস্থায় তার সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাকে গুরুতর নির্যাতন করা হয়েছে এবং তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটেছে। খ্রিস্টীয় পবিত্র সপ্তাহ পালনের সময় পেট্রোর এই বক্তব্য এসেছে, যা এর ‘প্রতীকী’ গুরুত্বকে আরও তীব্র করে তুলেছে। কলম্বিয়ার এই নেতা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের একজন স্পষ্ট সমালোচক, বারবার তিনি যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।
আজও ১৯ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত থাকায় গাজাজুড়ে বিমান হামলায় কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গাজার বিভিন্ন স্থানে একটি বাড়ি, বাস্তুচ্যুতদের তাঁবু এবং বেসামরিক লোকদের ওপর ইসরায়েলি বিমান হামলা চালানো হচ্ছে। খান ইউনিস শহরে, তিনটি ইসরায়েলি বিমান হামলায় ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রথম হামলাটি মাওয়াসি এলাকায় কাদি পরিবারের বাস্তুচ্যুত সদস্যদের একটি তাঁবুতে আঘাত হানে, যেখানে পাঁচ জন নিহত হয়।
চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী, দ্বিতীয় হামলাটি একই এলাকার আবু নাদ্দা পরিবারের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হয়, যেখানে দুই শিশুসহ চার জন নিহত হয়।
গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতি অনুসারে, তৃতীয় হামলাটি আবু শনাইলা পরিবারের একটি বাড়িতে আঘাত হানে, যেখানে দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, খান ইউনিসের আল-কারারা এলাকার পূর্ব দিকে বাহিনী যানবাহন থেকে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দক্ষিণ রাফাহ শহরে, ইসরায়েলি কামানগুলো পূর্ব ও পশ্চিমাঞ্চলে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং এই অঞ্চলগুলোতে আবাসিক ভবনগুলোও ধ্বংস করছে।
গাজার মধ্যাঞ্চলে, দেইর আল-বালাহ এবং আল-বুরেইজ ক্যাম্প লক্ষ্য করে দু’টি ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে।
গাজা সিটিতে একটি মেডিকেল সূত্র নিশ্চিত করেছে, আবু হাসিরা স্ট্রিটের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং চার জন আহত হয়েছে। এছাড়া গাজার উত্তরে, বেইত লাহিয়ার পশ্চিমে আল-আত্তাত্রা এলাকায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ