ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর চান শিক্ষাবিদরা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০১:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০১:৪১:৫৫ অপরাহ্ন
সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর চান শিক্ষাবিদরা সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর চান শিক্ষাবিদরা
দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের পছন্দের শীর্ষে সরকারি চাকরিসুযোগ-সুবিধা ও নিশ্চয়তা বিবেচনায় নিচের গ্রেডের চাকরির জন্যও ঝাঁপিয়ে পড়ছেন উচ্চতর ডিগ্রিধারীরাএরমধ্যে অনেকে বয়সসীমা পেরিয়ে গেলেও থেকে যাচ্ছেন বেকারতাদের বড় একটি অংশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেনতাদের দাবি বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হোকএ দাবির সঙ্গে একমত দেশের শিক্ষাবিদরাতারা চান ৩৫ না হোক অন্তত ৩২ বছর হলেও করা হোকআর আমলারা বলছেন, সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার কোনো যৌক্তিকতা নেইএটা করলে বেকার সমস্যা ভয়াবহ রকম বাড়বেসরকার ৩৫ বছর প্রত্যাশীদের দাবি পূরণে সেভাবে কখনই আগ্রহ দেখায়নিউল্টো এ দাবিতে আন্দোলনে নামাদের লাঠিপেটা ও ব্যাপকহারে গ্রেফতার করে দমিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বয়সসীমা বাড়াতে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেনমন্ত্রণালয়ের বৈঠকে তা নিয়ে প্রাথমিক আলোচনাও হয়বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে সরকার-প্রধানের সাড়ার অপেক্ষায় জনপ্রশাসন মন্ত্রণালয়
শিক্ষামন্ত্রীর সুপারিশের পর ৩৫ প্রত্যাশী চাকরিপ্রার্থীরাদীর্ঘদিন পর কঠোর আন্দোলনে নেমেছেনগত ১২ মে থেকে প্রতিদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেনবয়সসীমা না বাড়ানো পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেনপাশাপাশি ১৯ মের পর আমরণ অনশন কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেনশুধু রাজনীতিবিদ নন, শিক্ষাবিদরাও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির পক্ষেতারা এটিকে সময়ের দাবি বলেও উল্লেখ করছেনতবে ঠিক উল্টো সুর সাবেক আমলাদের কণ্ঠেতারা মনে করেন, বয়সসীমা ৩০ বছরই যথেষ্টএর চেয়ে বাড়ানোর কোনো যৌক্তিকতা নেইসরকার যদি বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাতে দীর্ঘমেয়াদে বেকার আরও বাড়বে বলেও মনে করেন সাবেক ও বর্তমান সচিবরাশিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যদায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবেওতিনি মনে করেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো খুবই যৌক্তিকঅন্তত দুই থেকে তিন বছর হলেও বাড়ানো উচিতএকইসঙ্গে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন তিনিঅধ্যাপক আব্দুল মান্নান বলেন, ১৯৯১ সালে চাকরির বয়সসীমা ৩০ বছর করা হয়এরপর কিন্তু অবসরের বয়স বেড়েছেমানুষের গড় আয়ু বেড়েছেতাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে না কেন? এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, অনেক লেখালেখিও করেছিআমি মনে করি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বয়স বাড়ানো উচিতবয়সসীমা বাড়ানো হলে কর্মক্ষেত্রে প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে বলেন, আমার মনে হয় না তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বেতবে হ্যাঁ, শুধু বয়স বাড়ালে হবে নাসঙ্গে গ্র্যাজুয়েটদের দক্ষতা, সফট স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবেঅদক্ষ, মাথাভারী করা কর্মী দিয়ে তো কোনো কাজই হবে নাসরকারের লক্ষ্য যেহেতু কর্মসংস্থান সৃষ্টি করে বেকার কমানো, সেক্ষেত্রে জনশক্তি উদ্ভাবনমুখীও করতে উদ্যোগ নিতে হবে
অর্থনীতি ও উন্নয়নবিদ হিসেবে সুপরিচিত হলেও শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন কাজী খলীকুজ্জমান আহমদতিনিও বয়সসীমা কিছুটা বাড়ানোর পক্ষেকাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সরকারি চাকরির চাহিদা ব্যাপকসেই অর্থে সুযোগ কমচাকরি পাওয়া যায় নাঅনেক শিক্ষিত বেকার রয়েছেনতাদের বয়স বাড়ছে, কাজ তো পাচ্ছেন নাসেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি বয়স বাড়ালে বাড়ানো যায়
সেশনজট, চাকরির নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে বয়স বাড়ানো যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এখানে অশিক্ষিত তো কাউকে বলা যাবে নাবেকার তো প্রায় সবই শিক্ষিত গোষ্ঠীর মধ্যেপড়ালেখা ঠিকমতো শেষ করতেই অনেক ক্ষেত্রে বয়স পার হয়ে যায়মাস্টার্স পাস করতে করতেই ২৩-২৪ বছর হয়ে যায়৫-৬ বছর এখানে-ওখানে দরখাস্ত করতে থাকেকিন্তু চাকরি মেলে নাআমি তো দেখেছি, ব্যাংকে ৩০০ জন নিয়োগ দেবে, অথচ আবেদন করেন কয়েক লাখ প্রার্থীসেজন্য বয়সটা আরেকটু বাড়িয়ে দিলে তরুণ-যুবকদের জন্য ভালো হতোলেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, চাকরির বয়সসীমা কতটা হবে, তা বিভিন্ন দেশ ও অঞ্চলভেদে ঠিক করা হয়বাংলাদেশে সবাই সরকারি চাকরি খোঁজেআমি এটার পক্ষে নয়তবে কারও মেধা বয়সের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দেয়ারও পক্ষে নয়এজন্য বয়স আরও বাড়ানো দরকার আছে বলে মনে করিসাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খানতিনি এন আই খান নামে পরিচিতদায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস) হিসেবেওপ্রশাসন ক্যাডারের কর্মকর্তা হলেও দেশের শিক্ষা জগতে তিনি ব্যাপক পরিচিতসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আন্দোলনের যৌক্তিকতা দেখেন না তিনিতার ভাষ্য, আমি ৩৫ বছর করার ঘোর বিরুদ্ধেএন আই খান বলেন, ৩৫ বছর ধরে চাকরি খুঁজবে, চাকরিটা করবে কবে? শিখবে কবে? বিয়ে করবে কবে? ছেলে-মেয়েদের লালন-পালন করবে কবে? রিটায়ারমেন্টের (অবসর) আগে যে সময়টুকু পাবে, সেই কয় বছরে সে কী এমন কন্ট্রিবিউট (অবদান) করবে
দেশের চাকরিপ্রার্থীদের ভয়ংকর অভ্যাসরয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাকরির জন্য পড়াশোনা যারা করে, তারা অন্য কিছুই করে নাতারা দুনিয়া থেকে আলাদা হয়ে ঘরের কোণে বসে পড়তেই থাকেসেটাতেই তার যে প্রোডাকটিভ এজ; অর্থাৎ, ২৫-৩৫ বছর, সেটা চাকরি খুঁজতেই শেষচাকরি খুঁজতেই যদি তারুণ্য ফুরিয়ে যায়, দেশকে তিনি কী দেবেন? বয়সসীমা ৩৫ বছর করলে রাষ্ট্র ও সমাজের ক্ষতি হবে বলেও মনে করেন তিনিবলেন, ৩৫ বছর করাটা দেশের জন্য ক্ষতি, জাতির জন্যও ক্ষতিকরতারচেয়েও বেশি ক্ষতি হলো ওই ছেলে বা মেয়ের জন্য যে কিনা ৩৫ বছর ধরে চাকরি খুঁজবেআর কোনো প্রোডাক্টিভিটি তার মধ্যে থাকবে না৩৫ বছর মানে প্রায় মধ্যবয়স হয়ে যায়এখন যে ৩০ বছর আছে, সেটাই আরও কমানো উচিতচাকরিতে আরও কম বয়সে ঢোকা উচিত
চাকরির বয়সসীমা বাড়ালে দেশে যে বেকারত্ব বিদ্যমান, তা আরও বাড়বে বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারতিনি বলেন, বয়স কিছুটা বাড়ানোর সুযোগ দিলে আরও বড় সমস্যার সৃষ্টি হতে পারেবর্তমানে যত সংখ্যক শিক্ষিত তরুণ চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করছে, বয়সসীমা বাড়ানো হলে আরও বেশি সংখ্যক তরুণ একই অপেক্ষায় সময় পার করবেতিনি বলেন, দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি চলতে থাকলে, সমাজে চরম নেতিবাচক প্রভাব পড়বেযদি এক কথায় বলি সেটা হলো শিক্ষিত বেকার ভয়াবহ রকম বেড়ে যাবেপরিবারগুলো চরম বিপাকে পড়বেরাষ্ট্র শিক্ষিত তরুণদের কাছ থেকে প্রোডাক্টিভ (উৎপাদনমুখী) এবং উদ্ভাবনী কোনো সহযোগিতা পাবে নাসব মিলিয়ে সমাজে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবেবয়স বাড়ানোর পক্ষে নন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বরত বর্তমান কর্মকর্তারাওমন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের একজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, বয়সসীমা বাড়ানোর ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো ইতিবাচক অবস্থান নেইযেহেতু বিষয়টি রাজনীতিকরা নতুন করে আলোচনায় এনেছেন সেজন্য রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হোক বলেই অভিমত দিচ্ছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারাকেউ বয়স এতটা বাড়ানোর পক্ষে নয়তবে হ্যাঁ, সরকার-প্রধান যদি এতে (৩৫ বছর করার পক্ষে) সায় দেন, তখন তো কারও কিছু বলার থাকবে না
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৪ মে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমি আমার মতামত তুলে ধরে চিঠি দিয়েছিলামশুধু জনপ্রিয়তাকে অর্থাৎ চাকরিপ্রার্থীরা দাবি জানাচ্ছেন বলে আমি চিঠি দিইনিসরকারের লক্ষ্য আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার এবং সার্বিক পরিস্থিতি মাথায় রেখেই চিঠিটা দিয়েছিলামপ্রধানমন্ত্রী এ নিয়ে নিশ্চয়ই ভালো সিদ্ধান্ত নেবেন, সেই বিশ্বাসও আমাদের তরুণদের রয়েছেতবে গত ১২ মে মন্ত্রী এ নিয়ে গণমাধ্যমে ভিন্ন কথা বলেনতিনি বলেন, আমার দেয়া সুপারিশপত্রকে পুঁজি করে অনেকেই জল ঘোলা করার চেষ্টা করছেনএরই মধ্যে জনপ্রশাসনমন্ত্রী জাতীয় সংসদে স্পষ্ট করে বলে দিয়েছেন যে, রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তটা কীচাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে যে এখন সিদ্ধান্ত নেই, সেটা বলে দেয়া হয়েছেকিন্তু দেখা যাচ্ছে, আমার সুপারিশপত্রটি পুঁজি করে এক পক্ষ সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছেআমি তাদের বলবো, এটা অত্যন্ত একটা খারাপ কাজ তারা করছেনবয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনের নেতৃত্বে থাকাদের মধ্যে অন্যতম খাদিজা খাতুন মুক্তাতিনি বলেন, দেশে এখন ২৬ লাখ বেকারতাদের মধ্যে অধিকাংশই বয়সসীমা পার করায় চরম হতাশায় ভুগছেনবয়সের কারণে অর্জিত সনদ অকেজো হয়ে যাবে, এটা হতে পারে নাযেহেতু অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে, সেটা যদি আরও এক-দুই বছর বাড়ানো হয়, তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমাও বাড়ানো সম্ভবসরকার অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আমরা বিশ্বাস করিদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি তোলা চাকরিপ্রার্থীরা সব সময় পার্শ্ববর্তী দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টানেনঅন্য দেশে বাংলাদেশের চেয়েও বয়সসীমা বেশি উল্লেখ করে তাদের দাবি যৌক্তিকতা তুলে ধরেনখোঁজ নিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে পাকিস্তান বাদে সবকটি দেশেই বয়সসীমা বেশি
ভারতে রাজ্যভেদে ও চাকরির ধরন অনুযায়ী অবশ্য বয়সসীমা ভিন্নতবে প্রশাসনিক চাকরির ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছরশারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৪২ বছরআবার অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৩৫ বছরশ্রীলঙ্কায় আগে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩৫ বছর২০২০ সালে দেশটিতে বয়সসীমা বাড়ানো হয়েছেবর্তমানে ৪০ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারেন শ্রীলঙ্কানরানেপালে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ রয়েছেতবে নারী ও প্রতিবন্ধীরা ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারেনতবে পাকিস্তানে বাংলাদেশের মতোই সরকারি চাকরিতে বয়সের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরবিশেষ কোটার ক্ষেত্রে ৩২ বছর বয়সীরাও পাকিস্তানে সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স