রাজধানীতে আবার ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর ছিল। এছাড়াও তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে, গত ১৫ এপ্রিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে গতকাল শুক্রবার বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে প্রতিবাদী মিছিল করে আওয়ামী লীগ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১১:২৭:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ১১:২৭:০১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ