
যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি
- আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১১:১৫:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ১১:১৫:৫২ অপরাহ্ন


যশোরে আফিল মুরগির ফার্মে ভয়াবহ আগুনে পুড়ে ৪৪ হাজার মুরগি মরে গেছে। এতে ফার্মটির ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। গতকাল শুক্রবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত ফার্মটিতে দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মফিজ উদ্দিন জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মণিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি জানান, অগ্নিকাণ্ডে ফার্মটির একটি শেড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪৪ হাজার মুরগি ছিল, যা আগুনে পুড়ে মরে গেছে। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিং-এর স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে বলে জানান ম্যানেজার মফিজ উদ্দিন। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ