ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের টানা দ্বিতীয় দিনের সংঘর্ষ, আহত ১০ মারা গেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিন ১৬০ কোটি ছাড়ালো রাশমিকার ‘থাম্মা’ প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দুরেফিশান শাহরুখের বিরুদ্ধে উঠলো নকলের অভিযোগ নতুন নাটক নিয়ে আসছেন মোশাররফ করিম সিনেমা প্রচারণায় ভিন্ন পথ বেছে নিলেন রাসেল মিয়া জায়েদ খানের প্রশংসায় করলেন নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের মুখপাত্র জেবা তাহসিনের পদত্যাগ দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ বাল্যবিবাহের অপরাধ আমলে নেওয়ার সময়সীমা প্রশ্নে হাইকোর্টের রুল বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে-মির্জা ফখরুল আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি ট্রাইব্যুনালকে ইনু অনৈক্যের জন্য বিএনপি জামায়াত সমানভাবে দায়ী : নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি ‘নৌকা’ উপহার পেয়ে বিপাকে উপদেষ্টা ফেসবুকে চাইলেন পরামর্শ স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন-ধর্ম উপদেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আঞ্চলিক সড়কগুলো যেন দুর্ঘটনার মরণফাঁদ সাতক্ষীরায় পঁচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিক কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা!

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১১:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ১১:১৩:১৮ অপরাহ্ন
চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল  কেনেন মা!
চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন মা। সেই টাকা দিয়ে মা কিনেছেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন ও জুতা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারা রাত অভিযান চালায়। গতকাল শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত চার মাস আগে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তান ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন স্ত্রী। স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি ফিরে আসে। অল্প কয়েক দিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে। আমার সঙ্গে ঘরসংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি কয়েক দিন পর আবার ফোন করে বলি, তামিমের দাদা অসুস্থ। ছেলেকে নিয়ে আসো। সে তামিমকে দেখতে চাচ্ছে। লাবনী তাতেও ফিরে আসেনি। অনেক যোগাযোগের পর গত বৃহস্পতিবার লাবনী সন্তান বিক্রি করে ফেলার খবর দেয়। পরে কৌশলে তাকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে সন্তান বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। শিশুটির মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ ও জুতা কিনছি। সন্তান বিক্রি করে আমি ভুল করেছি। এ বিষয়ে মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ‘বিষয়টি জানার পর ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স