ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১১:২০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১১:২০:৫০ পূর্বাহ্ন
ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। এতে তেজগাঁও, শিল্পাঞ্চল ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। অবরোধে অংশ নেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগেও একাধিকবার একই দাবি জানানো হলেও কেউ কর্ণপাত করেনি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, সহস্রাধিক শিক্ষার্থী সাতরাস্তা অবরোধ করায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ তীব্র দুর্ভোগে পড়েন। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছয় দফা দাবি মানার আহ্বান জানিয়ে তারা বলেন, কর্তৃপক্ষকে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না। ছাত্রদের ৬ দফা দাবি: ১. হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন এবং দায়ীদের চাকরিচ্যুত করা। ২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, উন্নত কারিকুলাম চালু ও ধাপে ধাপে ইংরেজি মাধ্যম চালু। ৩. সংরক্ষিত পদে নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়নের বিরুদ্ধে ব্যবস্থা। ৪. কারিগরি সেক্টরে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ এবং কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করা। ৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন। ৬. পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে ভর্তি কার্যক্রম চালু। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, সড়কের অবস্থা খারাপ, চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা উঠে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, আমরা শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে দাবি পেশের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট