ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিয়ানমারে আটকে পড়া ২০ কিশোর বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’-এ করে তারা চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খাঁ-এ অবতরণ করেন। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের সাক্ষাৎকার ও যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা এবং ট্রাভেল পারমিট ইস্যুর কার্যক্রম পরিচালনা করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে এই ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে গত ১৩ এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দেশে প্রত্যাবাসনের উদ্দেশ্যে যাত্রা করে। ফিরে আসা ২০ জনই অপ্রাপ্তবয়স্ক কিশোর, যারা একটি অসাধু দালালচক্রের মাধ্যমে মালয়শিয়ায় পাচারের চেষ্টাকালে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়। যাচাইকৃত বাংলাদেশি নাগরিকদের আগমনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম-এর প্রতিনিধিরা অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা, যথাযথ ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের চট্টগ্রাম সার্কিট হাউজে নিয়ে আসা হয় এবং সেখান থেকে চটগ্রাম জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারে যাওয়া ৫৫ সদস্যের দলটিও ১০ দিনব্যাপী কার্যক্রম শেষ করে একই জাহাজে বাংলাদেশে ফিরে আসে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স