ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন
সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবাবঞ্চিত করা অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকাল দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে পৃথকভাবে এ অভিযান শুরু করে ৩৫টি এনফোর্সমন্টে টিম। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তানজির বলেন, আমার জানামতে সাব-রেজিস্ট্রি অফিসসহ সব মিলিয়ে দুদকের এটি সবচেয়ে বড় এনফোর্সমেন্ট অভিযান। সাব-রেজিস্ট্রি অফিসে নানাবিধ অনিয়ম-দুর্নীতি খুঁজতে দুদকের ৩৫টি অভিযান একযোগে চলছে। এদিন ঢাকা বিভাগের ঢাকা-১, ঢাকা-২, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক। ঢাকা বিভাগের গোপালগঞ্জের কোটালীপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে অভিযানে গ্রাহক হয়রানিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান দুদকের উপপরিচালক মশিউর রহমান।মশিউর রহমান বলেন, আমাদের টিম সেখানে কাজ করছে। ভূমিসেবায় বিভিন্ন ফি বাবদ গ্রাহকদের কাছে থেকে অতিরিক্ত ফি রাখার প্রমাণ পাওয়া গেছে। অভিযান শেষে অভিযোগ প্রতিবেদন আকারে কমিশনে জমা দেওয়া হবে। একই দিনে চট্টগ্রাম বিভাগের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ ও ২, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, কক্সবাজার। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর। সিলেটে বিভাগের সিলেট ও হবিগঞ্জ, খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর, রাজশাহী বিভাগের পাবনা, বগুড়া, রাজশাহী ও নওগাঁয়, রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স